১২ মে পিপলস্ ডেইলি পত্রিকা সূত্রে জানা গেছে , কক্ষপথ থেকে চীনের রিমোট সেন্সিং উপগ্রহ-১ এর পাঠানো বিভিন্ন তথ্যে প্রতিফলিত হয়েছে যে , এই উপগ্রহ সাফল্যের সংগে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে ।
২৭ এপ্রিল উত্তর চীনের থাইইউয়ান উপগ্রহ উত্ক্ষেপন কেন্দ্র থেকে এই উপগ্রহ উত্ক্ষেপনের পরবর্তী ১২ দিন ভূপ্রদক্ষিণ শেষে তা পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে । ১১ মে পর্যন্ত উত্তর- পশ্চিম চীনের সিআন উপগ্রহ জরীপ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিসংখ্যান থেকে জানা গেছে , উপগ্রহ আর ভূ-ব্যবস্থা সুষ্ঠুভাবে চলছে । তা পূর্বনির্ধারিত ব্যবস্থাপনা আর প্রযুক্তির চাহিদার সংগে সামঞ্জস্যপূর্ণ ।
এই উপগ্রহের ওজন ২৭০০ কিলোগ্রাম । তা প্রধানতঃ বৈজ্ঞানিক পরীক্ষা , শক্তি সম্পদের জরীপ আর প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে ।
|