এবছরের প্রথম দিকে মহাসাগরে চীনের প্রথম ভূপ্রদক্ষিণ বৈজ্ঞানিক তদন্ত কর্তব্য পালনকারী মহাসাগর-১ নামক তদন্ত জাহাজ উত্তর প্রশান্ত মহাসাগরে তিন মাস মেয়াদী মহাসাগরে তদন্ত কর্তব্য পালনের জন্য ১২ মে পূর্ব চীনের ছিংতাও শহর ত্যাগ করেছে ।
৪০ জন বিজ্ঞানী এই তদন্ত তত্পরতায় অংশ নিচ্ছেন ।
৫৬০০ টনী মহাসাগর-১ জাহাজ হচ্ছে চীনের সর্বাধুনিক সার্বিক বৈজ্ঞানিক তদন্তকারী জাহাজ । তা সমুদ্র আর সমুদ্রের প্রাণী ও উদ্ভিদ প্রভৃতি গবেষণার বিষয়ে ব্যবহৃত হয় ।
|