১১ মে শ্রীলংকার নৌ- বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, এল.টি.টি.ই.সংস্থা একইদিনে নৌ-বাহিনীর একটি স্পীড বোটের ওপর হামলা চালিয়েছে ফলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে । এতে উভয় পক্ষের মোট ৪৫জন প্রাণ হারিয়েছেন ।
তিনি আরো বলেন, শ্রীলংকার নৌ বাহিনীর একটি জাহাজের ওপর এল.টি.টি .ই সংস্থা আত্মঘাতী হামলা চালায় । ফলে নৌ-বাহিনীর একটি স্পীড বোট ডুবে গেছে । তখন এই বোট একটি পর্যবেক্ষণ জাহাজের সঙ্গে বন্দরে ফিরে যাচ্ছিল । নৌ বাহিনী পাল্টা আক্রমণে এল.টি.টি.ই.সংস্থার কয়েকটি জাহাজ ডুবিয়ে দিয়েছে , এতে এল.টি.টি.ই.সংস্থার ৩০জন নিহত হয়েছে এবং নৌ-বাহিনীর ১৫ জন নিহত হয়েছে ।
লড়াই শেষ হওয়ার পর শ্রীলংকার বিমান বাহিনী এল.টি.টি.ই.সংস্থার সমুদ্র তীরবর্তী লক্ষ্যবস্তুর ওপর বিমান হামলা চালিয়েছে ।
শ্রীলংকার যুদ্ধবিরতি চুক্তি তত্ত্বাবধান কমিটি একইদিন বলেছে, এল.টি.টি.ই.সংস্থার হামলা গুরুতর ভাবে ২০০২ সালে দু'পক্ষের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ।
|