বলিভিয়ার প্রেসিডেন্ট এভো মোরালেস ১১ মে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বলেছেন যে, তেল ও প্রাকৃতিক গ্যাস ইত্যাদি শক্তি সম্পদের রাষ্ট্রায়ত্তকরণ হচ্ছে " সার্বভৌমত্বের " সঙ্গে জড়িত খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার।
তিনি একইদিন চতুর্থ ইইউ-লাতিন আমেরিকা শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার আগে এক তথ্যজ্ঞাপন সভায় এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, তেল ও প্রাকৃতিক গ্যাস ইত্যাদি খনিজ সম্পদ হচ্ছে বলিভিয়ার কৌশলগত প্রাকৃতিক সম্পদ।
এর সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, রাষ্ট্রায়ত্তকরণের কারণে বিদেশী কম্পানির ক্ষতি হলে সরকার তা পুষিয়ে দেবে না। কিন্তু বলিভিয়া খনিজ সম্পদ উন্নয়নে বিদেশী কম্পানির অংশগ্রহণকে তিনি স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য , এসব সম্পদের মালিকানা বিদেশী কম্পানিগুলোর নেই।
|