জাতিসংঘ টেকসই উন্নয়ন কমিটির ১৪তম বার্ষিক সম্মেলনে অংশগ্রহণকারী চীনের প্রতিনিধি দল চীন টেকসই উন্নয়ন নীতি বাস্তবায়নের অবস্থা বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছে ব্যাখ্যা করার উদ্দেশ্যে ১১ মে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে রুদ্ধদ্বার অধিবেশন আয়োজন করেছে।
চীনের প্রতিনিধি দলের নেতা, রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার বিভাগের উপপরিচালক তু ইং অধিবেশনে বলেছেন, গত কয়েক বছরে চীন মানুষ ও প্রকৃতির মধ্যে সমন্বিত উন্নয়ন সমর্থন করছে। টেকসই উন্নয়ন রাষ্ট্রীয় আর্থ- সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অন্তর্ভুক্ত হয়েছে।
তিনি আরো বলেছেন, চীন আশা করে, টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের প্রক্রিয়ায় আন্তর্জাতিক সমাজের সঙ্গে আদানপ্রদান ও সহযোগিতা অব্যাহতভাবে চলছে।
|