১১ মে মার্কিন প্রেসিডেন্ট বুশ একটি বিবৃতিতে বলেছেন, মার্কিন গোয়েন্দাসংস্থা জনসাধারণের ব্যক্তিগত জীবনে খবরদারী করে নি ।
"ইউ.এস.এ.টুডে"র খবরে জানা গেছে, "১১ সেপ্টেম্বর" ঘটনার পর মার্কিন জাতীয় নিরাপত্তা ব্যুরো টেলি-যোগাযোগ পরিসেবাকারীদের মাধ্যমে গোপনে কয়েক কোটি মার্কিন নাগরিকের টেলিফোনে আড়ি পেতেছে । এর উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের ভূভাগে প্রত্যেক টেলিফোন সংলাপের তথ্য জাতীয় নিরাপত্তা ব্যুরোর সংগ্রহে রাখা , কিন্তু এ আচরণ সংশ্লিষ্ট আদালতের অনুমোদন পায় নি ।
এ প্রসঙ্গে বুশ বিবৃতিতে বলেছেন, সংশ্লিস্ট গোয়েন্দা তথ্য সংগ্রহ "আল-কায়েদা" সংস্থা আর তার সমর্থকদের বিরুদ্ধে চালানো হয়েছে । মার্কিন গোয়েন্দা সংস্থা আদালতের অনুমোদন এড়িয়ে যুক্তরাষ্ট্রের ভূভাগের টেলিফোনে আড়ি পাতে নি ।
বিবৃতিতে আরো বলা হয়েছে , সরকারের তত্পরতায় মার্কিন নাগরিকদের গোপনীয়তা সম্পূর্ণভাবে সুরক্ষিত হয়েছে । গোয়েন্দা সংস্থা নিরীহ মার্কিন নাগরিকদের ব্যক্তিগত জীবনে খবরদারী করে নি ।
|