v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-12 17:09:32    
 ১৩ মে

cri
** ক্রোয়েশিয়ার সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত

    ক্রোয়েশিয়ার পুরো নাম ক্রোয়েশিয়া প্রজাতন্ত্র। ইউরোপের দক্ষিণ-পূর্ব অঞ্চলে বলকান উপদ্বীপের উত্তর-পশ্চিমাংশে অবস্থিত, আয়তন ৫৬৫৩৮ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৪৭ লক্ষ ৬০ হাজার (১৯৯১ সাল), মোট জনসংখ্যার ৭৭.৯ শতাংশ হচ্ছে ক্রোয়্যটজাতি, আরো আছে সার্বিয়ান ইত্যাদি জাতি । সরকারী ভাষা হচ্ছে ক্রোয়্যট ভাষা। অধিবাসীরা প্রধানতঃ ক্যাথলিক (৭৬.৫%) এবং ওর্থাডক্স স্প্রদায়ের (১১.১%) খ্রীষ্টান। রাজধানী জাগরেব। মুদ্রার নাম ক্রোয়েশিয়ান ডিনার।

  ক্রোয়েশিয়ার কৃষি অপেক্ষাকৃত উন্নত, প্রধান কৃষিজাত দ্রব্য গম, ভূট্টা ইত্যাদি। প্রধান রপ্তানী দ্রব্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে বস্ত্রজাত দ্রব্য, রাসায়নিক দ্রব্য, জাহাজ, খাদ্য, পেট্রোলিয়াম এবং ইলেকট্রোনিক দ্রব্য ইত্যাদি। প্রধান আমদানি দ্রব্যের মধ্যে অন্তর্ভুক্তআছে পেট্রোলিয়াম, আধা-তৈরী দ্রব্য এবং ভোগ্যপণ্য। রেলপথ এবং সড়ক পথ হচ্ছে তার প্রধান পরিবহন ব্যবস্থা।

    ১৯৪৫ সালের ২৯ নভেম্বার ক্রোয়েশিয়া আর অন্য কয়েকটি প্রজাতন্ত্র মিলিতভাবে জুগোস্লাভিয়া ফেডারেল গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছে। ১৯৬৩ সালে রাষ্ট্রের নাম বদলে গিয়ে জুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক ফেডারেল প্রজাতন্ত্র হয়েছে। ১৯৯০ সালের ৩০ মে (বর্তমান তার জাতীয় দিবস), ক্রোয়েশিয়ার বহু দলীয় সংসদ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

    ১৯৯০ সালের ডিসেম্বারে ক্রোয়েশিয়ার গৃহীত নতুন সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে যে, ক্রোয়েশিয়া হচ্ছে সার্বভৌম এবং গণতান্ত্রিক দেশ। ১৯৯১ সালের ২৫ জুন ক্রোয়েশিয়া স্বাধীনতা ঘোষণা করেছে, ফলে ক্রোয়েশিয়ার অভ্যন্তরে সার্বিয়ান জাতি অধ্যুষিত অঞ্চলে তীব্র বিরোধীতা সঞ্চরিত হয়েছে, সশস্ত্র সংঘর্ষ এবং লড়াই ঘটেছে।

    ১৯৯২ সালের মার্চ মাসে লড়াই মোটামোটি অবসান হয়েছে, জাতি সংঘের রক্ষী বাহিনী প্রবেশ করে মোতায়েন হয়েছে। ২২ মে ক্রোয়েশিয়া জাতি সংঘে অন্তর্ভুক্ত হয়েছে।

    ১৯৯২ সালের ১৩ মে ক্রোয়েশিয়ার সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

** সোভিয়েত্ লেখক ফাডেয়েফের মৃত্যু

    ১৯০১ সালের ২৪ ডিসেম্বর বিখ্যাত সোভিয়েত্ লেখক ফাডেয়েফের জন্ম হয়। তিনি ছিলেন সর্বহারাশ্রেণীর প্রধান সাহিত্যকর্মী। ১৯১৮ সালে তিনি সোভিয়েত্ কমিউনিস্ট পার্টিতে যোগ দান করেন।

    ১৯১২ থেকে ১৯২৪ সাল পর্যন্ত তিনি মস্কোর খনি প্রযুক্তি ইনস্টিটিউটে লেখাপড়া করেন। এই ইনস্টিটিউট থেকে স্নাতক হওয়ার পর তিনি কমিউনিস্ট পার্টি বিষয়ক কাজ করেন। ১৯২৬ সাল থেকে তিনি বিশেষ করে সাহ্যিতকর্ম সৃষ্টির কাজ লিপ্ত ছিলেন।

    ১৯২৭ সালে তাঁর উপন্যাস " বিধ্বংস" প্রকাশিত হয়, বিখ্যাত চীনা লেখক লু সুন (১৯৩৭ সালে) সবার আগেই তা চীনাভাষায় অনুবাদ করেন। ১৯৪৫ সালে ফাডেয়েফের আর একটি দীর্ঘ উপন্যাস " যুব রক্ষী বাহিনী " প্রকাশিত হয়।

    ১৯৫৬ সালের ১৩ মে তিনি আত্মহত্যা করেন। মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।