চীনের আইন মন্ত্রণালয় বিভিন্ন অঞ্চলের আইন পরিসেবা কর্মচারীদের সক্রিয়ভাবে গ্রামে আইন সাহায্যদানের পদ্ধতি দরিদ্র কৃষক বিশেষ করে বৃদ্ধবৃদ্ধা, দুর্বল, রোগী এবং প্রতিবন্ধী কৃষক আর নারী ও শিশুদের জন্য বিনামূল্যে আইন পরিসেবা দেয়ার আদেশ দিয়েছে।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইন মন্ত্রণালয় বিভিন্ন অঞ্চলের আইনজীবিদেরকে বর্তমান চীনের গ্রামাঞ্চলের অর্থনৈতিক নির্মাণ এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তির উন্নয়নে আবির্ভুত বিপুল পরিমাণ আইন পরিসেবার চাহিদার মেটানোর জন্য পুরো প্রক্রিয়া , বহু পর্যায় এবং উপযুক্ত আইন পরিসেবা দেয়ার আদেশ দিয়েছে। আইন মন্ত্রণালয় আইনজীবিদের উদ্দেশ্যে সক্রিয়ভাবে আইন ব্যবস্থাপনার সম্প্রচার ও শিক্ষাদান তত্পরতা চালানো, কৃষকদের আইনগত সচেতনতা বাড়ানো, সর্বাধিক মাত্রায় কৃষকদের বৈধ অধিকার রক্ষা করার আদেশ দিয়েছে।
চীনের ১৩০ কোটি মানুষের মধ্যে ৮০ কোটির বেশি গ্রামে বসবাস করেন। এখন সারা দেশের জেলা পর্যায়ের আইন কার্যালয়ের সংখ্যা ৪০ হাজারাধিক । প্রতি বছরে ৬০ লক্ষের বেশি বেসরকারী বিবাদ নিষ্পত্তি করা হয়।
|