জিবোটি সরকার ১১ মে সরকারী ওয়েবসাইটে স্বীকার করেছে, স্বদেশের একটি দু'বছর বয়সী শিশু এইচ ৫ এন ১ বার্ডফ্লুর সন্দেহভাজন রোগী বলে সনাক্ত হয়েছে । এটি হচ্ছে এই দেশের প্রথম সনাক্ত এইচ ৫ এন ১ বার্ডফ্লুর সন্দেহভাজন রোগী ।
এই ওয়েবসাইটে আরো বলা হয়েছে, এ ছাড়া তিনটি এইচ ৫ এন ১ বার্ডফ্লু আক্রান্ত মুরগীও আবিস্কৃত হয়েছে। এই দেশের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, সরকার ব্যবস্থা জোরদার করবে এবং জনগণের কাছে সন্দেহভাজন হাঁস মুরগী মেরে ফেলার দাবি জানিয়েছে।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ডিক থম্পসন জেনিভায় অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে এই তথ্য স্বীকার করেছেন। এর সঙ্গে এখনো বেঁচে আছে।
|