১১ মে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিন ম্যাককোর্মাক ওয়াশিংটনে এক তথ্যজ্ঞাপন সভায় যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি সংলাপ ও আলোচনা প্রত্যাখ্যান করার কথা আবার ঘোষণা করেছেন।
তিনি বলেন, যদিও বেশ কিছু দেশ মনে করে যে, যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে সরাসরি সংলাপ ও আলোচনা করা উচিত, তবুও যুক্তরাষ্ট্রের অধিষ্ঠান হচ্ছে বর্তমানে দু'দেশের মধ্যে যোগাযোগের বহু চ্যানেল রয়েছে, প্রতিপক্ষকে খবর দিতে না পারার প্রশ্নই ওঠে না।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কনডোলিসা রাইস ১০ মে তথ্য মাধ্যমকে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগের চ্যানেলের অভাব নেই, বরং বহু চ্যানেল রয়েছে। চাবিকাঠি হচ্ছে আন্তর্জাতিক সমাজের দাবি অনুযায়ী ইরান পরমাণু কর্মসূচী বন্ধ করতে হবে।
|