মার্কিন প্রেসিডেন্ট বুশ প্রথমবারের মতো ১০ মে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের চিঠির উন্মুক্ত জবাব দিয়েছেন । তিনি এই মত প্রকাশ করেছেন যে , এই চিঠিতে ইরানের পরমাণু প্রকল্পের বিষয়ে বিশ্ব সমাজের উদ্বেগ নিরসন করা হয় নি । একই দিন জাতি সংঘ মহাসচিব কফি আনান জাতিসংঘের সদর দফতরে সংশ্লিট বিভিন্ন পক্ষের উদ্দেশ্যে ইরানের পরমাণু সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য ইতিবাচক পরিবেশ গড়ে তোলার আহবান জানিয়েছেন ।
বুশ বলেছেন , যুক্তরাষ্ট্র আর অন্যান্য দেশ একবাক্যে মনে করে যে , ইরানের পরমাণু অস্ত্রধারী হওয়া এবং পরমাণু অস্ত্র তৈরীর ক্ষমতা অর্জন করা উচিত নয় ।
আনান বলেছেন , পরমাণু বিষয়ে বিশ্ব সমাজের সংগে আদান প্রদান করার দায়িত্ব ইরানের আছে ।
|