ইতালীর মধ্য- বামপন্থী জোটের প্রার্থী জিওরজিও নাপোলিতানো ১০ মে ইতালীর একাদশ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ।
একইদিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভোটদান প্রতিনিধি পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে । পরিসংখ্যান অনুযায়ী নাপোলিতানো ৫৪৩টি ভোট পেয়েছেন , তা মোট ভোটের অর্ধেকের বেশী । অন্য খবর থেকে জানা গেছে, ইতালীর প্রতিনিধি পরিষদের তথ্য কার্যালয় একইদিন ঘোষণা করেছে যে , নাপোলিতানো ১৫ মে বিকেলে শপথগ্রহণ করবেন ।
ইতালীর একাদশ প্রেসিডেন্ট নির্বাচন ৮ মে বিকেলে শুরু হয় । নতুন প্রেসিডেন্ট পদপ্রার্থী সমস্যায় গুরুতর মতভেদ থাকার কারণে গত তিন দফা ভোটদানে কোনো প্রার্থী দুই-তৃতীয়াংশ ভোট পান নি । ইতালীর সংবিধান অনুযায়ী , প্রেসিডেন্ট নির্বাচনে তিন দফা ভোটাভুটিতে কোনো প্রার্থী তিন ভাগের দুই ভাগ ভোট না পেলে প্রেসিডেন্ট হবেন না । পরপর তিন দফায় কোনো ব্যক্তি প্রেসিডেন্ট হতে না পারলে , চতুর্থ দফায় অর্ধেকেরও বেশী ভোট পাওয়া প্রার্থী প্রেসিডেন্ট হবেন ।
|