নবীন, তুমি সূর্যের আলো
নবীন, তুমি উচ্চ পাহাড়
বলছো নতুন প্রলাপ ।
নবীন, তুমি অশ্বরবী
পাখীর ঐ গুনজ্ঞন।
নবীন, তুমি মৃণালীনি
হয়েছো স্তদ্ধ সৃজন ।
নবীন, তুমি সত্যের জয়
ভোরের মিষ্টি রোদ।
নবীন, তুমি নির্ভীক প্রায়
স্বদেশী ভাইয়ের ক্রোধ ।
নবীন, তুমি স্বপ্নের পাহাড়
জাতির প্রিয় সুখ
নবীন, তুমি ফুলের পাহাড়
নতুন দিনের সুখ ।
--- বাংলাদেশের বগুড়া জেলার নিমাইদীঘি গ্রামের সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট এম.আব্দুর রাজ্জাক
|