সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, গত বছরের শেষ দিকে চীনে মোট ১৯.৩লাখ কিলোমিটার সড়ক চালু রয়েছে। এর মধ্যে হাইওয়ে মোট ৪১হাজার কিলো মিটার, হাইওয়েকেন্দ্রিক দেশের প্রধান সড়ক জাল প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
১১ মে চীনের পরিবহন মন্ত্রণালয়ের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা এ তথ্য প্রকাশ করেছেন। এ কর্মকর্তা বলেছেন, চীনের গ্রামের পরিবহন বেশি উন্নত হয়েছে। গত বছরের শেষ দিকে চীনের ৯৯.৮%জেলা আর ৯৪.৪%গ্রামে সড়ক চালু হয়েছে।
তিনি বলেছেন, এ বছরে চীন গ্রামের সড়ক নির্মাণে অর্থবরাদ্দ বাড়াবে, সংখ্যালঘু জাতি অঞ্চল, সীমান্ত অঞ্চল, দরিদ্র্য অঞ্চল ও প্রধান খাদ্যশস্য উত্পাদন অঞ্চলের সড়ক নির্মাণ জোরদার করবে।
|