সিনহুয়া বার্তা সংস্থার খবরে প্রকাশঃ ১০ মে ইরানের তথ্য মাধ্যমের এক খবর অনুযায়ী, ৯ মে সন্ধ্যায় ইরাকে ইরানের নতুন রাষ্ট্রদূত হাসান কাজেমি কুমি ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানির কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর রাষ্ট্রীয় পরিচয়পত্র অর্পন করেন। কুমি হচ্ছেন ১৯৮০ সালে ইরান-ইরাক যুদ্ধ শুরু হবার পর ইরাকে নিযুক্ত ইরানের প্রথম রাষ্ট্রদূত।
তালাবানি বলেন, দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন প্রবণতার ব্যাপারে তিনি খুব সন্তুষ্ট । তিনি আশা করেন ইরান ইরাকের যুদ্ধোত্তর পুনর্গঠনে অংশ নেবে।
কুমি বলেছেন, ইরান ইরাকের যুদ্ধোত্তর পুনর্গঠন কাজে অংশ নিতে প্রস্তুত। তিনি আরো বলেন, ইরান সার্বিকভাবে ইরাক ও তার নতুন সরকারকে সমর্থন করে।
|