সিনহুয়া বার্তা সংস্থার খবরে প্রকাশঃ ১০ মে মার্কিন অর্থমন্ত্রণালয় কংগ্রেসের কাছে উপস্থাপিত রিপোর্টে আবার স্বীকার করেছে, চীন সরকার রেনমিনবির বিনিময় হার নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অবৈধ বাণিজ্য করে নি।
রিপোর্টে বলা হয়েছে, বতর্মান তথ্য থেকে জানা গেছে, ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের প্রণয়ন করা সংশ্লিষ্ট আইন অনুযায়ী, চীন বিনিময় হার নিয়ন্ত্রকারী দেশের "প্রযুক্তিগত শর্তের" সঙ্গে সংগতিপূর্ণ নয়।
রিপোর্টে গত জুলাই মাস থেকে চীন ধাপে ধাপে রেনমিনবিমার্কিন ডলারের স্থাবর বিনিময় হার ত্যাগ এবং বিনিময় হারের নমনীয়তা বৃদ্ধি ক্ষেত্রে যে ব্যবস্থা নিয়েছে, তা এবং তার ফলাফল পর্যালোচনা করা হয়েছে।
|