জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ৯ মে সুদানের দারফুর সমস্যা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন আয়োজন করেছে এবং চেয়ারম্যান বিবৃতি প্রকাশ করেছে। সুদান সরকার ও দারফুরের সরকার বিরোধী সশস্ত্র শক্তি " সুদান মুক্তি আন্দোলন " কে যথাক্রমে শান্তিপূর্ণ চুক্তি পালন করার তাগিদ দিয়েছে।
নিরাপত্তা পরিষদের এমাসের পালাক্রমিক সভাপতিরাষ্ট্র কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী আদাদা তার বিবৃতিতে বলেছেন, সুদান সরকার ও " সুদান মুক্তি আন্দোলন" আবুজায় যে শান্তিপূর্ণ চুক্তি সম্পাদন করেছে, নিরাপত্তা পরিষদ তাকে স্বাগত জানিয়েছে। পরিষদ মনে করে , তা হচ্ছে দারফুরের দীর্ঘকালীন শান্তি বাস্তবায়নের ভিত্তি। বিবৃতিতে এই চুক্তি বর্জনকারী অন্যান্য সরকার বিরোধী সশস্ত্র শক্তির প্রতি চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানানো হয়েছে। পরিষদ যে কোনো বাধার সম্ভাবনা এড়িয়ে যাওয়ার জন্য ব্যবস্থা নেবে।
|