চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মাও ছুন আন ১০ মে একটি তথ্য-জ্ঞাপন-সভায় বলেছেন , সম্প্রতি উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে বার্ডফ্লু সনাক্ত হয়েছে । কিন্তু এ পর্যন্ত বার্ডফ্লু দুর্গত অঞ্চলে মানুষের মধ্যে বার্ডফ্লুর কোনো সংক্রমণ হয় নি ।
চীনের কৃষি মন্ত্রণালয় ৫ মে ঘোষণা করেছে যে , ছিংহাই প্রদেশের ইয়্যুসু তিব্বতী স্বশাসন জেলায় বুনো পাখী মারা গেছে । এইচ ৫ এন ১ বার্ডফ্লু পাখির মৃত্যুর কারণ বলে সনাক্ত হয়েছে । তিনি বলেছেন , তদন্ত চালানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মীদের বার্ডফ্লু দুর্গত অঞ্চলে পাঠিয়েছে । এ পর্যন্ত মানুষের মধ্যে বার্ডফ্লুর সংক্রমণের কোনো রিপোর্ট পাওয়া যায় নি ।
গত বছরের নভেম্বর থেকে চীনে ১২জন এইচ ৫ এন ১ বার্ডফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছে ।
|