ইস্রাইলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি ১০ মে বলেছেন, ইস্রাইল মধ্য প্রাচ্য সংক্রান্ত চার পক্ষ অর্থাত্ জাতিসংঘ, যুক্তরাষ্ট্র , ইউরোপীয় ইউনিয়ন আর রাশিয়ার দেয়া ফিলিস্তিনী জনগণকে সাময়িক সাহায্য দানের প্রস্তাব গ্রহণ করেছে।
একই দিন লিভনি ইস্রাইলী বেতারকে সাক্ষাত্কার দেয়ার সময় বলেছেন, ইস্রাইল ফিলিস্তিনী জনগণকে অর্থ সাহায্যদান সমর্থন করে। কেবল এই অর্থ হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন স্বশাসন সরকারের মাধ্যমে ফিলিস্তিনী জনগণের হাতে না গেলেই চলবে।
মধ্যপ্রাচ্য বিষয়ক চার পক্ষ ৯ মে নিউয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বৈঠক করার পর প্রকাশিত বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের উত্থাপিত আওতা ও সময়সীমা সহ অস্থায়ী আন্তর্জাতিক কাঠামোতে ফিলিস্তিনী জনগণের কাছে সাহায্য দিতে রাজি হয়েছে, যাতে তারা মৌলিক জীবনযাপনের চাহিদা মেটাতে পারে। বিবৃতিতে ফিলিস্তিনী জনগণের মানবদাবাদী পরিস্থিতির উন্নয়নের জন্য ইস্রাইলকে সংশ্লিষ্ট ব্যবস্থা নেয়ার তাগিদ দেয়া হয়েছে।
|