নিখিল চীন সাধারণ ট্রেড ইউনিয়নের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি ১০ মে পেইচিংয়ে বলেছেন, চীনের ট্রেড ইউনিয়ন সক্রিয়ভাবে "শ্রম-চুক্তি আইনের" খসড়ার প্রণয়ন এবং প্রকাশ্য মতামত সংগ্রহের কাজে অংশ নেয় এবং কর্মচারীদের বৈধ অধিকার রক্ষার জন্য প্রয়াস করছে।
জানা গেছে, "শ্রম-চুক্তি আইনের" খসড়ার গবেষণা থেকে জাতীয় গণ-কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটিতে প্রথমবার পর্যালোচনা করা পর্যন্ত নিখিল চীন সাধারণ ট্র্রেড ইউনিয়ন সর্বদাই সংশ্লিষ্ট কাজের সঙ্গে সম্পৃক্ত। এই সংস্থার উত্থাপিত মতামত এবং প্রস্তাবের অধিকাংশই আইন সংস্থা গ্রহণ করেছে। এই আইনের খসড়া প্রকাশ্য মতামত সংগ্রহের পর্যায়ে প্রবেশের পর চীনের বিভিন্ন শ্রেণীর ট্রেড ইউনিয়ন নানা পদ্ধতি আর উপায় দিয়ে কর্মচারীদের সদিচ্ছা এবং প্রস্তাবগুলো আইন সংস্থাকে জানায়। চীনের আইন সংস্থা যে প্রায় ২ লক্ষ নানা ধরণের প্রস্তাব গ্রহণ করেছে, এর মধ্যে প্রায় ৭০ শতাংশ হচ্ছে কর্মচারীদের প্রস্তাব।
"শ্রম-চুক্তি আইন" গত বছরের শেষ দিকে মাত্র আইন প্রণয়ন পর্যায়ে প্রবেশ করেছে। এই আইনের উদ্দেশ্য হচ্ছে শ্রমিকদের স্বার্থ রক্ষা করা।
|