ইরানের পারমাণবিক আলোচনার প্রথম প্রতিনিধি আলি লারিজানি ৯ মে এথেনসে বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র গবেষণা করতে চায় না, রাশিয়ার উত্থাপিত ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা রাশিয়ার ভূভাগে স্থানান্তরের প্রস্তাব খুব সম্ভবত অন্যতম বিকল্প হবে ।
লারিজানি গ্রীসের পররাষ্ট্রমন্ত্রী দোরা বাকোয়ানির সঙ্গে বৈঠকের পর আয়োজিত যৌথ সাংবাদিক সম্মেলনে বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্রের বিস্তাররোধচুক্তি ত্যাগ করতে চায় না ,শুধু এই চুক্তির সংশ্লিষ্ট অধিকার পালন করার আশা প্রকাশ করেছে ।
তিনি আরো বলেছেন, রাশিয়ার উত্থাপিত তার ভূভাগে যৌথভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ উত্পাদনের প্রস্তাব,ইরান প্রত্যাখ্যান করে নি । কিন্তু সম্পূর্ণভাবে এই প্রস্তাব গ্রহণ করতে , আরো বেশী সময় লাগবে । কারণ আইন, প্রযুক্তি ও বাণিজ্য ইত্যাদি সংশ্লিষ্ট সমস্যা সমাধান করতে হবে ।
|