১০ মে পাকিস্তানের দৈনিক টাইমসের খবরে প্রকাশ, পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেলুচিস্তান প্রদেশ,পানজাব প্রদেশ, পাকিস্তানের উত্তরপশ্চিম সীমান্ত ,সিন্ধু প্রদেশ এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলের স্বরাষ্ট্র বিভাগের কাছে পাকিস্তানে চীনাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যে জোরালো ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, পাকিস্তানে বিশেষ করে বেলুচিস্তান প্রদেশের চীনা প্রকৌশলীদের নিরাপত্তা সুনিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। কোনো লোক পাকিস্তান ও চীনের সম্পর্ক বিনষ্ট করার অনুমতি কাউকেই দেয়া হবে না।
জানা গেছে, পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজধানী ইসলামাবাদের বিশেষ প্রশাসনিক অঞ্চলকেও অনুরূপ নির্দেশ দিয়েছে।
|