v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-10 14:49:07    
চীনের সংবিধান কত সালে রচিত হয়েছিল?

cri
চীনের সংবিধান কত সালে রচিত হয়েছিল?

    প্রশ্নকর্তাঃবাংলাদেশের গাজীপুরের বড়নল গ্রামের রেমাশ ইন্টারন্যাশনাল লিসনার্স ক্লাবের মোঃ শহীদুল কায়সার লিমন

    উঃ গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার প্রাক্কালে প্রকাশিত " চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের অভিন্ন কর্মসূচি" যেমন চীনের জন- গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের কর্মসূচি, তেমনি চীনের একটি অস্থায়ী সংবিধান । চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনে " অভিন্ন কর্মসূচি" গৃহীত হওয়ার পর ১৯৪৯ সালের ২৯শে সেপ্টেম্বর প্রকাশিত হয় । ১৯৫৪ সালে " গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধান "প্রকাশের আগে " অভিন্ন কর্মসূচি" বাস্তব ক্ষেত্রে অস্থায়ী সংবিধানের ভূমিকা পালন করেছে ।

  ১৯৪৯ সালের পয়লা অক্টোবর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর চীন ১৯৫৪ সালে , ১৯৭৫ সালে , ১৯৭৮ সালে আর ১৯৮২ সালে মোট চারবার সংবিধান সংশোধন ও প্রকাশ করেছে ।

ম্যাকাও এবং কুয়াংতোং কি?

    প্রশ্নকর্তাঃবাংলাদেশের ঝিনাইদহ জেলার সোনার বাংলা রেডিও ক্লাবের পরিচালক এ এইচ এম গোলাম রসুল

    উঃ বর্তমানে চীনে ২৩টি প্রদেশ,পাঁচটি স্বায়ত্ত্বশাসিত অঞ্চল,৪টি কেন্দ্রশাসিত মহানগর আর ২টি বিশেষ প্রশাসনিক অঞ্চল সহ মোট ৩৪টি প্রদেশ পর্যায়ের প্রশাসনিক ইউনিট আছে ।

    কুয়াংতোং হচ্ছে দক্ষিণ-পূর্ব চীনের একটি প্রদেশ।

    ম্যাকাও হচ্ছে চীনের দুটো বিশেষ প্রশাসনিক অঞ্চলের মধ্যে একটি। ১৯৯৯সালের ২০ ডিসেম্বর চীন ম্যাকাওতে তার সার্বভৌমত্ব পুনরুদ্ধার করে এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠা করে । একে সংক্ষেপে আও বলে ডাকা হয় ।ম্যাকাও চুচিয়াং নদীর মোহনার পশ্চিম তীরের এক উপদ্বীপে অবস্থিত । নিকটবর্তী তাংচাই দ্বীপ আর লুহুয়ান দ্বীপ সহ ম্যাকাওয়ের মোট আয়তন ২৫.৮ বর্গকিলোমিটার । ২০০২ সালের শেষ দিকে ম্যাকাওয়ের অধিবাসীর সংখ্যা ৪ লক্ষ ৪২ হাজার ।

সি আর আই-এর জন্ম কতসালের কত তারিখে? সি আর আই-এর বাংলা অনুষ্ঠান শুরু হয় কতসালের কত তারিখ? সি আর আই বাংলা বিভাগের প্রথম বিভাগীয় প্রধান কে ছিলেন?

    প্রশ্নকর্তাঃবাংলাদেশের ঝিনাইদহ জেলার সোনার বাংলা রেডিও ক্লাবের পরিচালক এ এইচ এম গোলাম রসুল

    উঃ ১৯৪১ সালের ৩রা ডিসেম্বর চীন আন্তর্জাতিক বেতারের প্রথম কন্ঠ ইথারে ভেসে ওঠে , তখন কেবল রোজ ১৫ মিনিটের জাপানী ভাষার অনুষ্ঠান হতো । তখন এই সংস্থার নাম ছিলো ইয়ান আন সিন হুয়া বেতার । ১৯৫০ সালের ১০ এপ্রিল পিকিং বেতারে পরিবর্তন হয়। ১৯৭৮ সালের ১৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে চীন আন্তর্জাতিক বেতার নাম দেয়া হয়েছে ।

    ১৯৬৮ সালের আগস্ট মাস থেকে বাংলা অনুষ্ঠান প্রচারের প্রস্তুতি কাজ শুরু হয় । তখনকার হিন্দী বিভাগের প্রধান ম্যাডাম লি লি জুন বাংলা বিভাগের দায়িত্বও পালন করতেন । ১৯৬৯ সালের ১লা জানুয়ারী বাংলা অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয় । তখন থেকে ১৯৭৩ সাল পর্যন্ত বাংলা বিভাগের পরিচালক ছিলেন মিঃ ফান ফু কুয়াং। তিনি হলেন সত্যিকার অর্থে বাংলা বিভাগের প্রথম পরিচালক ।

চীনের জাতীয় পতাকার রূপকার কে?

    প্রশ্নকর্তাঃবাংলাদেশের চট্টগ্রাম জেলার হালিশহরের মধ্যরামপুরের মিয়াজী মোঃ কামরুল হুদা

    উঃ চীনের জাতীয় পতাকার রূপকার হচ্ছেন জেং লিয়ান সোং। এখন চীনের জাতীয় পতাকা সম্পর্কে আপনাদের আমি কিছু জানাবো। চীন গণ প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হল পাঁচ তারকাখচিত লাল পতাকা । এর দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হল ৩:২ । জাতীয় পতাকার রঙ লাল, এটি বিপ্লবের নিদর্শন । পতাকার পাঁচটি পাঁচ-কোনা তারকার রঙ হলুদ, চারটি ছোট পাঁচ-কোনা তারকার প্রত্যেকটির একটি কোনা মূল তারকার কেন্দ্রস্থলের দিকে মুখ করে আছে , এটি কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বিপ্লবী জনগণের মহা সংহতির নিদর্শন ।