v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-10 11:30:00    
অলিম্পিক জ্ঞান

cri

    প্রাচীন অলিম্পিক গেমসের প্রতিষ্ঠাতা ইফিতুস।

    অলিম্পিয়া হল অলিম্পিক গেমসের উত্পত্তিস্থান, গ্রীসের রাজধানী এথেনসের ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে তার অবস্থান।

    ১৮৯৪ সালের ২৩ জুন প্যারিসে অনুষ্ঠিত "অলিম্পিক্স পুনরায়োজন বিষয়ক প্রতিনিধি সম্মেলনে" আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

    অলিম্পিক সনদে অলিম্পিক গেমসের লক্ষ্য নিয়মিত হয়, ক্রীড়াকে মানবজাতির সম্প্রীতি উন্নয়নের পরিসেবা বলে ধার্য করা হয়, মানবজাতির মর্যআদা উন্নত করা হয়। মৈত্রী, ঐক্য ও ন্যায়ের মর্মতেকে যুবসম্প্রদায়ের পারস্পরিক সমঝোতা ত্বরান্বিত করা হয়, যা একটি আরো সুষ্ঠু এবং শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার অনুকূল। বিশ্বের ক্রীড়াবিদরা চার বছরে একবার অলিম্পিক গেমসে মিলিত হয়।

    অলিম্পিক সনদে নির্ধারিত হয় যে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আনুষ্ঠানিক ভাষা হবে ফরাসী আর ইংরেজী ভাষা। সেজন্যে আন্তর্জাতিক অলিম্পিক   কমিটির সদস্যদের শুধু ইংরেজী ও ফরাসী ভাষা শিখতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সম্মেলনে স্পেনীশ, রাশিয়ান ও জার্মান ভাষাও ব্যবহার করা হয়। অলিম্পিক সংবিধানসহ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির গুরুত্বপূর্ণ দলিলপত্রে যদি ইংরেজী ও ফরাসী ভাষার মধ্যে অর্থের অমিল হয়, তাহলে ফরাসী ভাষার দলিলপত্রই বিচার্য হবে।

   "শান্তি, মৈত্রী, উন্নয়ন" অলিম্পিক্সের লক্ষ্য। "দ্রততর, উচ্চতর, প্রবলতর" হচ্ছে অলিম্পিক্সের মর্মতেক। আর অলিম্পিক্সের শ্লোগান হচ্ছে: যোগদানই গুরুত্বপূর্ণ, বিজয় নয়।

   

তৃতীয় আধুনিক অলিম্পিক্স থেকে স্বর্ণপদক প্রবর্তিত হয়। গ্রীক নাগরিকরা মনে করতেন, মোনা দেখতে উজ্জল হলেও মূল্যহীন। সেজন্যে প্রথম দিকে আধুনিক অলিম্পিক্সে চ্যাম্পিয়নকে রৌপ্যপদক এবং রানার্স-আপকে ব্রোঞ্জপদক দেয়া হতো। কিন্তু বেশির ভাগ দেশের রীতিনীতি অনুযায়ী, ১৯০৪ সালে তৃতীয় আধুনিক অলিম্পিক্স থেকে চ্যাম্পিয়নকে স্বর্ণপদক প্রদান শুরু হয়। প্রাথমিক অলিম্পিক্সের স্বর্ণপদকের ব্যাস ছিল ৩০ সেন্টিমিটার, এক পাশে "বিশ্ব মেলা—যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসের" অক্ষর খোদাই করা হয়, অন্য পাশে দ্য স্ট্যাচু অফ লিবার্টি এবং জলপাই খোদাই করা হয়। ১৯৮২ সালে নবম অলিম্পিক্স থেকে পদকের নকশা আঁকা স্থির করা হয়, এবং এখনও ব্যবহার করা হয়।

    ১৯০০ সালে ভরতের ক্রীড়াবিদ নৌ প্রাছার্ড ব্রিটেনের প্রতিনিধি দলের প্রতিনিধি হিসেবে দ্বিতীয় আধুনিক অলিম্পিক গেমসে যোগ দেন। তিনি ট্র্যাক এণ্ড ফিল্ডের ২০০ মিটার ড্যাশ আর ২০০ মিটার হার্ডলে রানার্স-আপ হন। তিনি যে এশিয়ার অলিম্পিক গেমসের ইতিহাসের প্রথম পকদ বিজয়ী ক্রীড়াবিদ হন।

১৯৩২ সালে দশম অলিম্পিক গেমসে চীন প্রথম অংশ নেয়।

    ১৯৮৪ সালের লস এঞ্জেলেস অলিম্পিক গেমসে চীনের বিখ্যাত্ ক্রীড়াবিদ স্যু হাইফেং শুটিং দফায় চীনের আলিম্পিক্সের ইতিহাসের প্রথম স্বর্ণপদক অর্জন করেন।