চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানী ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ৮ মে সন্ধ্যায় নিউইয়র্কে ইরানের পারমানবিক সমস্যা নিয়ে পরামর্শ করেছেন, কিন্তু তাঁরা সংশ্লিষ্ট সমস্যায় একমত হতে পারেননি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস সেদিন নিউইয়র্কে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নৈশভোজে আমন্ত্রণ করেছেন, এর সঙ্গে সঙ্গে তাঁরা ইরানের পারমানবিক সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সীন ম্যাকর্ম্যাক বলেছেন, ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা প্রধানত " কৌশলগত " সংরাপ করেছেন। বর্তমানে নিরাপত্তা পরিষদে ইরান সম্পর্কিত খসড়া প্রস্তাব নিয়ে যে আলোচনা হচ্ছে, তার সঙ্গে এই আলোচনার বেশী সম্পর্ক নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন পররাষ্ট্র কর্মকর্তা বলেছেন, এবারকার বৈঠকে " কোনো অগ্রগতি অর্জিত হয়নি" , ছয়টি দেশের রাজনীতি বিষয়ক উচ্চপদস্থ বিষয়ের কূটনীতিকরা ৯ মে সকালে ইরানের পারমানবিক সমস্যা নিয়ে আরো পরামর্শ করেছেন এবং ইরান সম্পর্কিত খসড়া প্রস্তাব প্রণয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
|