৯ মে পেইচিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাত্ ডাবলিও এইচ ও'র উদ্যোগে ক্রনিক রোগ প্রতিরোধ বিষয়ক সহযোগিতা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে । চীনের উপ-স্বাস্থ্য মন্ত্রী ওয়াং লুং তে বলেছেন , এ থেকে প্রতিপন্ন হচ্ছে যে , ক্রনিক রোগ প্রতিরোধের ক্ষেত্রে চীন আর ডাবলিও এইচ ও আরো ব্যাপক ও গভীর সহযোগিতা চালানো হবে ।
ক্রনিক রোগের আওতায় তিউমার , উচ্চ রক্তচাপ আর ডায়াবিটিস্ প্রভৃতি অসংক্রামক রোগ অন্তর্ভুক্ত । গত দশাধিক বছরে জনগণের জীবনযাত্রার মান উন্নত হবার সংগে সংগে চীনে ক্রনিক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণের হার ক্রমাগত বেড়ে গেছে । বর্তমানে চীনে বছরে ৬০ লক্ষ লোক ক্রনিক রোগে আক্রান্ত হয়ে মারা যান ।
খবরে প্রকাশ , চীনে ক্রনিক রোগের তত্ত্বাবধান ও জরীপ আর ধূমপান নিয়ন্ত্রণ প্রভৃতি ব্যবস্থা নেযার মাধ্যমে ক্রনিক রোগ চিকিত্সা করার জন্য কার্যকর নীতি প্রণয়ন করা হবে ।
|