৮ মে ইতালির নতুন পর্যায়ের প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়েছে । একইদিন বিকেলে প্রথম দফার ভোটদানে কোনো প্রার্থী তিন ভাগের দুই ভাগ ভোট পান নি । তাই ৯ মে নতুন দফা ভোটদান হবার কথা।
জানা গেছে, প্রেসিডেন্ট পদপ্রার্থীর সমস্যায় মধ্য-বাম লীগের নেতা রোমানো প্রোদি এবং মধ্য-ডান লীগের নেতা সিল্ভিও বের্লুস্কোনি সংলাপ করেছেন । কিন্তু তাঁদের মতৈক্য হয় নি । দু'পক্ষের মধ্যে নতুন প্রেসিডেন্ট পদপ্রার্থী নিয়ে গুরুতর মতভেদ থাকা এবং সিনেটে ও প্রতিনিধি পরিষদের আসন সংখ্যার পার্থক্য কম বলে নতুন প্রেসিডেন্ট নির্বাচন একটি অত্যন্ত কঠিন প্রক্রিয়া হবে ।
ইতালির প্রেসিডেন্ট সিয়াম্পির কার্যমেয়াদ এই মাসের ১৮ তারিখে শেষ হবে । সংবিধান অনুযায়ী সিনেটে আর প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে ।
|