v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-09 15:41:09    
৯ মে

cri
    ইতালি ইথিওপিয়া দখল করে নেয়

১৯৩৬ সালের ৯ মে সন্ধ্যায় মসোলিনি ঘোষণা করেন, ইতালি ইথিওপিয়ার সমস্ত ভূভাগ দখল করে নিয়েছে। তিনি ঘোষণা করেন সে দিন থেকে ইথিওপিয়া ইতালির উপনিবেশে পরিণত হয়েছে ।

    চেকোস্লোভাকিয়া মুক্তি লাভ করে

১৯৩৯ সালে জার্মানী চেকোস্লোভাকিয়া দখল করে নেয়। তখন চেকোস্লোভাকিয়ার জনগণ জামার্নীর বিরুদ্ধে সংগ্রাম চালাতে শুরু করেন। অবর্শেষে তাদের সংগ্রাম সফল হয়। ১৯৪৫ সালের ৯ মে চেকোস্লোভাকিয়া মুক্তি লাভ করে।

    সারা পৃথিবীতে এইডজের বিস্তার শুরু

১৯৮৩ সালের ৯ মে যুক্তরাষ্ট্রের চিকিত্সা ও নিবারন কেন্দ্র ঘোষণা করে , বিশ্বের অনেক দেশে এইডস রোগ দেখা দেয়। এর পর যুক্তরাষ্ট্রের তথ্য মাধ্যমগুলোতে বলা হয় এইডস রোগ আস্তে আস্তে বিশ্বের এক নম্বর ভয়ংকর রোগ হবে। ১৯৮৮ সালের ৩ জানুয়ারী লন্ডনে আয়োজিত একটি সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা সারা বিশ্বের উপর এইডস রোগের প্রভাব নিয়ে আলোচনা করেন।

    প্রথম পূর্ব এশীয় গেমস সাংহাইএ অনুষ্ঠিত

১৯৯৩ সালের ৯ মে প্রথম পূর্ব এশীয় গেমস চীনের সাংহাইএ মহাসমারোহে অনুষ্ঠিত হয়। এই গেমস এশিয়ার ক্রীড়া ইতিহাসে একটি নতুন অধ্যায় বলে গণ্য করা হয়। পূর্ব এশিয়া অঞ্চলের চীন, জাপান, চীনের তাইপেই ও হংকং, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মংগোলিয়া, ম্যাকাও প্রভৃতি দেশ আর অঞ্চলের ১২০০জন নারী-পুরুষ ক্রীড়াবিদ এই গেমসে অংশ নেন। এই দশ দিন ব্যাপী গেমসে বিভিন্ন দেশ আর অঞ্চলের ক্রীড়াবিদদের মধ্যে ৫৩৪টি পদক নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। চীন দল মোট ১৭০টি স্বর্ণ পদকের মধ্যে ১০৫টি স্বণপদক অর্জন করে শীর্ষ স্থান পায়। জাপান আর দক্ষিণ কোরিয়া যথাক্রমে দ্বিতীয় আর তৃতীয় হয়।

    সি এন এনকে দেওয়া সাক্ষাতকারে চিয়াং ছে মিন চীন-মার্কিন সম্পর্ক আর তাইওয়ান সমস্যা প্রসঙ্গেমন্তব্য করেন

১৯৯৭ সালের ৯ মে সি এন এর চেয়ারম্যানকে দেওয়া একটি সাক্ষাত্কারে চীনের তত্কালীণ প্রেসিডেন্ট চিয়াং ছে মিন চীন-মার্কিন সম্পর্ক আর তাইওয়ান সমস্যা প্রসঙ্গে তাঁর মন্তব্য রাখেন। চিয়াং ছেন মিন বলেন, চীনা জনগণ শান্তি ভালবাসেন। চীন সরকার সব সময় স্বাধীন আর শান্তপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করে। তাইওয়ান সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ান সমস্যা চীন-মার্কিনস্পর্কের একটি স্পর্শকাতর বিষয়। চীন-মার্কিন সাংহাই যুক্ত ইস্তাহার হল দু'দেশের সম্পর্ক বিকাশের ভিত্তি। এই যুক্ত ইস্তাহারে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় যে, চীন গণ প্রজাতন্ত্রই চীনের এক মাত্র বৈধ সরকার। তাইওয়ান চীনের একটি অংশ। যুক্তরাষ্ট্র এক চীন নীতিতে অবিচল থাকে।

    চিয়াং ছে মিন ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধজয়ের ৫০তম বার্ষিকী অনুষ্ঠানে অংশ নেন

১৯৯৫ সালের ৯ মে আমন্ত্রণক্রমে চীনের তত্কালীণ প্রেসিডেন্ট চিয়াং ছে মিন মস্কোয়আয়োজিত ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধজয়ের ৫০তম বার্ষিকী অনুষ্ঠানে অংশ নেন।