v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-09 15:07:40    
নানা বৈচিত্র্যে বহুধায় বিকাশমান চীনের বিয়ের অনুষ্ঠান

cri
   গত কয়েক বছরে চীনের সামাজিক বিকাশের সংগে সংগে চীনাদের বিয়ে অনুষ্ঠানও বৈচিত্র্যময় হয়ে ওঠেছে । অনেক তরুণ-তরুণী  নিজেদের ব্যক্তিগত বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার জন্যে অনন্য বিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছেন । তারা আশা করেন যে , তাদের বিয়ে অনুষ্ঠান নিজেদের এবং অতিথিদের মনে অবিস্মরনীয় স্মৃতি এঁকে রাখবে । আজকের অনুষ্ঠানে এই সম্বন্ধে কিছু বলছি আমি শি চিং উ ।
সম্প্রতি আমাদের সংবাদদাতার একজন বন্ধুর বিয়ে অনুষ্ঠান পেইচিংয়ের পশ্চিম দিকে অবস্থিত একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয় । বিয়ে অনুষ্ঠানের শুরুতে  দেখানো হয় সমুদ্রের তীরে বরকনের চলাফেরার দৃশ্যসম্বলিত ভিডিওটেপ । অতিথিরা সমুদ্রের তরংগের দৃশ্য দেখে প্রেমিক-প্রেমিকার রোমান্টিকতা অনুভব করেছেন । তারপর প্রকোষ্ঠে অসংখ্য মোমবাতি জ্বালিয়ে দেয়া হয় । মোমবাতির আলোকে নতুন দম্পতি তাদের জীবনের সবচেয়ে ভাবগম্ভীর মুহূর্ত অতিবাহিত করেন ।
এই বিয়ে অনুষ্ঠান আমাদের সংবাদদাতার মনে গভীর ছাপ ফেলেছে । চীনের বিবাহ পালন সমিতির মহাপরিচালক শি খাং নিং আমাদের সংবাদদাতাকে বলেছেন, অতীতে তরুণ-তরুণীরা  বিয়ে অনুষ্ঠানের বৈষয়িক দিকের ওপর বেশি নজর দিতেন । যেমন বিয়ের ভোজসভা এবং কনেকে স্বাগত জানানোর গাড়ির ওপর তাদের বেশি নজর পড়তো । তবে আজকের যুবক-যুবতীরা বিয়ের অনুষ্ঠানের সারগর্ভ তাত্পর্যের ওপর বেশি নজর দিচ্ছেন । তিনি বলেছেন , বর্তমানে লোকেরা বিয়ে অনুষ্ঠানের মানসিক দিকের ওপর অধিক থেকে অধিকতর নজর দিচ্ছে । যেমন অনেকে এখন বিবাহ অনুষ্ঠানের রীতিনীতি ও ধরণের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে । তারা এখন ভাবতে শুরু করেছেন যে , তারা কি এক ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান করবেন , না এক ফ্যাশনসম্মত বিয়ে অনুষ্ঠান করবেন।
আজকের দিনে নানা ধরণের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় । যেমন আকাশে   বিয়ের অনুষ্ঠান , সমুদ্রের তলদেশে  বিয়ের অনুষ্ঠান , ঘাসের মাঠে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠান , অনলাইন  বিয়ের অনুষ্ঠান ইত্যাদি । কিছু দিন আগে পূর্ব চীনের শানতুং প্রদেশের উপকূলীয় শহর ছিং তাওয়ে একটি জুটি সমুদ্রের তলদেশে একটি বিয়ের অনুষ্ঠান  করেছেন ।
এই বিয়ের অনুষ্ঠান সৈকত শহর ছিং তাওয়ের বিশ্ব সমুদ্রের তলদেশ  পার্কে অনুষ্ঠিত হয় । বরের নাম উ ওয়ে আর কনের নাম লিন থেং । বিয়ে অনুষ্ঠান শুরু  হলে বরকনে ডুবুরীর পোষাক পরে সমুদ্রের তলদেশে নেমে গেলেন । তারা প্রথমে পরস্পরেরসংগে হাত মিলালেন , তারপর পরস্পরের  সঙ্গে আলিংগন করলেন । মাত্র ১৬ মিনিটের মধ্যে এই বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয় । তা ছিল যেমন সংক্ষিপ্ত , তেমনি উত্তেজনাপূর্ণ । এই রকম বিয়ের  অনুষ্ঠানে অংশ নেয়ার জন্যে সুদক্ষ ডুবুরীর  নিপুণতার দরকার  । তাই ছিং তাওয়ে এই পদ্ধতি দিয়ে বিয়ে অনুষ্ঠানের আয়োজক তরুণ-তরুণীদের সংখ্যা এখনো কম  । লিন থেং ও উ ওয়ে ছোটবেলা থেকে সমুদ্রের তীরে বড় হয়েছেন বলে তারা অত্যন্ত সৌভাগ্যবান । বিয়ের অনুষ্ঠনের পর কনে লিন থেং আনন্দের সংগে আমাদের সংবাদদাতাকে বলেছেন , আমি ও উ ওয়ে শিশুকাল থেকে সমুদ্রের তীরে বড় হয়ে ওঠেছি । ডুব দেয়া ও সাঁতার কাটা আমাদের দুজনেরই শখ । সাগরের প্রতি আমাদের এক বিশেষ টান রয়েছে  । সমুদ্রের তলদেশে  বিয়ে অনুষ্ঠানের আয়োজন যেমন আমাদের দুজনের অভিন্ন আকাংক্ষা পূরণ করেছে , তেমনি বিয়ের অনুষ্ঠানের আনুষংগিক খরচও বাঁচিয়েছে । সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মাত্র ১৬ মিনিট আমাদের দীর্ঘস্থায়ী বন্ধনকে নিবন্ধিত করেছে ।
সমুদ্রের তলদেশে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানের তুলনায় অনলাইন  বিয়ের অনুষ্ঠানের জটিলতা বহুলাংশে কম । দক্ষিণ চীনের কোনো কোনো শহরে হোয়াইট কালার মধ্যে এই রকম বিয়ে অনুষ্ঠান প্রচলিত রয়েছে ।  এমন বিয়ে অনুষ্ঠানে ভোজসভা অনুষ্ঠান এবং উপহার নেয়ার কোনো দরকার পড়ে না । কেবল একটি ডোমেইন নাম ধার করে একটি বিয়ের ওয়েবসাইট খুললে চলবে । হাল্কাভাবে মাউসে  চাপ দিলে একের পর এক বিয়ের ফটো, ভালবাসার এম টি ভি এবং প্রেমের স্মৃতি পর্দায় ভেসে ওঠবে । বরকনের বন্ধুরাও তাদের সুখী ও মিষ্টি অভিজ্ঞতা  উপভোগ করতে পারেন ।
আইটি পেশায় নিয়োজিত ওয়াং ছেং সেই কয়েক বছর আগে নিজের ব্যক্তিগত ওয়েবসাইট প্রতিষ্ঠা করেছিলেন । কয়েক দিন আগে তিনি তাঁর বান্ধবীর সংগে পরামর্শের পর অলাইন বিয়ের অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিলেন । তিনি বলেছেন,
আমি ও আমার বান্ধবী দুজনই অন্যান্য স্থান থেকে চাকরি করার জন্যে কুয়াং চৌতে এসেছি । আমাদের অধিকাংশ আত্মীয়স্বজন কুয়াংচৌয়ের বাইরে থাকেন । বিয়ে অনুষ্ঠানে অংশ নেয়ার জন্যে তাদের জড় করলে সময় ও স্থানের দিক থেকে আমাদের অসুবিধা হবে । অনলাইন বিয়ের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের আরো বেশি সংখ্যক আপনজন আমাদের বিবাহের সুখময় ও মধুর মুহুর্ত অনুভব করতে পারবেন ।
মিস্টার ওয়াংয়ের ডিজাইন করা বিয়ের ওয়েবসাইট তাঁর নিজের ওয়েবসাইটের সংগে যুক্ত আছে । ওয়েবসাইটের ধরণ তিনি তার বান্ধবীর সংগে আলাপ করে ডিজাইন করেছেন । মিস্টার ওয়াং আমাদের সংবাদদাতাকে বলেছেন , বিয়ের ওয়েবসাইট প্রতিষ্ঠার জন্যে কেবল ৩০০ থেকে ৫০০ ইউয়ান দিয়ে একটি ডোমেইন নামের জন্যে দরখাস্ত করলেই চলবে ।
নতুন ধরণের বিয়ের অনুষ্ঠানের প্রচলনের সংগে সংগে বিবাহ সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পরিসেবাও বহুমুখী হয়ে ওঠছে । এসব কোম্পানি বিয়ের অনুষ্ঠানের সাধারণ পরিসেবার পাশাপাশি  খদ্দেরদের নানা অনুরোধ মোতাবেক তাদের জন্যে বিভিন্ন ধরণের বিয়ের অনুষ্ঠনের আয়োজন করে । চীনের বহু শহরে এই কোম্পানিগুলোর ব্যবসা বেশ রমরমা  ।
বিশেষজ্ঞদের মতে ব্যক্তিগত বিয়ের অনুষ্ঠানের প্রচলনে প্রতিফলিত হয়েছে , চীনারা বিয়ের মানের ওপর আরো গুরুত্ব দিচ্ছেন । লোকেরা আশা করছেন যে , অনন্য বিয়ের অনুষ্ঠান তাদের পরিণীত জীবনের জন্যে একটি অভিনব ও উজ্জ্বল সূচনা করবে । সুতরাং এই রকম পরিবর্তনে এক দিক থেকে চীনের সমাজের অগ্রগতি প্রতিফলিত হয়েছে । চীনের  সমাজ বিজ্ঞান একাডেমীর ওয়াং চেন ইউ বহু বছর ধরে চীনের বিয়ের নানা দিক নিয়ে গবেষণা করে আসছেন । তিনি বলেছেন , 
এই যুগ  ঐতিহ্য থেকে আধুনিকতায়  যে মোড় নিচ্ছে , বিয়ের অনুষ্ঠানের বহুমুখীকরণ থেকে তার প্রতিফলন ঘটেছে । অর্থাত একক ধরণ থেকে মূল্যবোধের বহুমুখীকরণ দেখা দিচ্ছে । বিয়ের অনুষ্ঠান এক ধরণের আনন্দদায়ক ও লক্ষ্যনীয় জিনিস বলে তার পরিবর্তন সবচেয়ে সহজেই ধরা যায় ।
। তারা আশা করেন যে , তাদের বিয়ে অনুষ্ঠান নিজেদের এবং অতিথিদের মনে অবিস্মরনীয় স্মৃতি এঁকে রাখবে । আজকের অনুষ্ঠানে এই সম্বন্ধে কিছু বলছি আমি শি চিং উ ।

    সম্প্রতি আমাদের সংবাদদাতার একজন বন্ধুর বিয়ে অনুষ্ঠান পেইচিংয়ের পশ্চিম দিকে অবস্থিত একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয় । বিয়ে অনুষ্ঠানের শুরুতে দেখানো হয় সমুদ্রের তীরে বরকনের চলাফেরার দৃশ্যসম্বলিত ভিডিওটেপ । অতিথিরা সমুদ্রের তরংগের দৃশ্য দেখে প্রেমিক-প্রেমিকার রোমান্টিকতা অনুভব করেছেন । তারপর প্রকোষ্ঠে অসংখ্য মোমবাতি জ্বালিয়ে দেয়া হয় । মোমবাতির আলোকে নতুন দম্পতি তাদের জীবনের সবচেয়ে ভাবগম্ভীর মুহূর্ত অতিবাহিত করেন ।

    এই বিয়ে অনুষ্ঠান আমাদের সংবাদদাতার মনে গভীর ছাপ ফেলেছে । চীনের বিবাহ পালন সমিতির মহাপরিচালক শি খাং নিং আমাদের সংবাদদাতাকে বলেছেন, অতীতে তরুণ-তরুণীরা বিয়ে অনুষ্ঠানের বৈষয়িক দিকের ওপর বেশি নজর দিতেন । যেমন বিয়ের ভোজসভা এবং কনেকে স্বাগত জানানোর গাড়ির ওপর তাদের বেশি নজর পড়তো । তবে আজকের যুবক-যুবতীরা বিয়ের অনুষ্ঠানের সারগর্ভ তাত্পর্যের ওপর বেশি নজর দিচ্ছেন । তিনি বলেছেন ,

    বর্তমানে লোকেরা বিয়ে অনুষ্ঠানের মানসিক দিকের ওপর অধিক থেকে অধিকতর নজর দিচ্ছে । যেমন অনেকে এখন বিবাহ অনুষ্ঠানের রীতিনীতি ও ধরণের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে । তারা এখন ভাবতে শুরু করেছেন যে , তারা কি এক ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান করবেন , না এক ফ্যাশনসম্মত বিয়ে অনুষ্ঠান করবেন।

    আজকের দিনে নানা ধরণের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় । যেমন আকাশে বিয়ের অনুষ্ঠান , সমুদ্রের তলদেশে বিয়ের অনুষ্ঠান , ঘাসের মাঠে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠান , অনলাইন বিয়ের অনুষ্ঠান ইত্যাদি । কিছু দিন আগে পূর্ব চীনের শানতুং প্রদেশের উপকূলীয় শহর ছিং তাওয়ে একটি জুটি সমুদ্রের তলদেশে একটি বিয়ের অনুষ্ঠান করেছেন ।

    এই বিয়ের অনুষ্ঠান সৈকত শহর ছিং তাওয়ের বিশ্ব সমুদ্রের তলদেশ পার্কে অনুষ্ঠিত হয় । বরের নাম উ ওয়ে আর কনের নাম লিন থেং । বিয়ে অনুষ্ঠান শুরু হলে বরকনে ডুবুরীর পোষাক পরে সমুদ্রের তলদেশে নেমে গেলেন । তারা প্রথমে পরস্পরেরসংগে হাত মিলালেন , তারপর পরস্পরের সঙ্গে আলিংগন করলেন । মাত্র ১৬ মিনিটের মধ্যে এই বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয় । তা ছিল যেমন সংক্ষিপ্ত , তেমনি উত্তেজনাপূর্ণ । এই রকম বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়ার জন্যে সুদক্ষ ডুবুরীর নিপুণতার দরকার । তাই ছিং তাওয়ে এই পদ্ধতি দিয়ে বিয়ে অনুষ্ঠানের আয়োজক তরুণ-তরুণীদের সংখ্যা এখনো কম । লিন থেং ও উ ওয়ে ছোটবেলা থেকে সমুদ্রের তীরে বড় হয়েছেন বলে তারা অত্যন্ত সৌভাগ্যবান । বিয়ের অনুষ্ঠনের পর কনে লিন থেং আনন্দের সংগে আমাদের সংবাদদাতাকে বলেছেন , আমি ও উ ওয়ে শিশুকাল থেকে সমুদ্রের তীরে বড় হয়ে ওঠেছি । ডুব দেয়া ও সাঁতার কাটা আমাদের দুজনেরই শখ । সাগরের প্রতি আমাদের এক বিশেষ টান রয়েছে । সমুদ্রের তলদেশে বিয়ে অনুষ্ঠানের আয়োজন যেমন আমাদের দুজনের অভিন্ন আকাংক্ষা পূরণ করেছে , তেমনি বিয়ের অনুষ্ঠানের আনুষংগিক খরচও বাঁচিয়েছে । সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মাত্র ১৬ মিনিট আমাদের দীর্ঘস্থায়ী বন্ধনকে নিবন্ধিত করেছে ।

    সমুদ্রের তলদেশে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানের তুলনায় অনলাইন বিয়ের অনুষ্ঠানের জটিলতা বহুলাংশে কম । দক্ষিণ চীনের কোনো কোনো শহরে হোয়াইট কালার মধ্যে এই রকম বিয়ে অনুষ্ঠান প্রচলিত রয়েছে । এমন বিয়ে অনুষ্ঠানে ভোজসভা অনুষ্ঠান এবং উপহার নেয়ার কোনো দরকার পড়ে না । কেবল একটি ডোমেইন নাম ধার করে একটি বিয়ের ওয়েবসাইট খুললে চলবে । হাল্কাভাবে মাউসে চাপ দিলে একের পর এক বিয়ের ফটো, ভালবাসার এম টি ভি এবং প্রেমের স্মৃতি পর্দায় ভেসে ওঠবে । বরকনের বন্ধুরাও তাদের সুখী ও মিষ্টি অভিজ্ঞতা উপভোগ করতে পারেন ।

    আইটি পেশায় নিয়োজিত ওয়াং ছেং সেই কয়েক বছর আগে নিজের ব্যক্তিগত ওয়েবসাইট প্রতিষ্ঠা করেছিলেন । কয়েক দিন আগে তিনি তাঁর বান্ধবীর সংগে পরামর্শের পর অলাইন বিয়ের অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিলেন । তিনি বলেছেন,

    আমি ও আমার বান্ধবী দুজনই অন্যান্য স্থান থেকে চাকরি করার জন্যে কুয়াং চৌতে এসেছি । আমাদের অধিকাংশ আত্মীয়স্বজন কুয়াংচৌয়ের বাইরে থাকেন। বিয়ে অনুষ্ঠানে অংশ নেয়ার জন্যে তাদের জড় করলে সময় ও স্থানের দিক থেকে আমাদের অসুবিধা হবে । অনলাইন বিয়ের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের আরো বেশি সংখ্যক আপনজন আমাদের বিবাহের সুখময় ও মধুর মুহুর্ত অনুভব করতে পারবেন ।

    মিস্টার ওয়াংয়ের ডিজাইন করা বিয়ের ওয়েবসাইট তাঁর নিজের ওয়েবসাইটের সংগে যুক্ত আছে । ওয়েবসাইটের ধরণ তিনি তার বান্ধবীর সংগে আলাপ করে ডিজাইন করেছেন । মিস্টার ওয়াং আমাদের সংবাদদাতাকে বলেছেন , বিয়ের ওয়েবসাইট প্রতিষ্ঠার জন্যে কেবল ৩০০ থেকে ৫০০ ইউয়ান দিয়ে একটি ডোমেইন নামের জন্যে দরখাস্ত করলেই চলবে ।

    নতুন ধরণের বিয়ের অনুষ্ঠানের প্রচলনের সংগে সংগে বিবাহ সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পরিসেবাও বহুমুখী হয়ে ওঠছে । এসব কোম্পানি বিয়ের অনুষ্ঠানের সাধারণ পরিসেবার পাশাপাশি খদ্দেরদের নানা অনুরোধ মোতাবেক তাদের জন্যে বিভিন্ন ধরণের বিয়ের অনুষ্ঠনের আয়োজন করে । চীনের বহু শহরে এই কোম্পানিগুলোর ব্যবসা বেশ রমরমা ।

    বিশেষজ্ঞদের মতে ব্যক্তিগত বিয়ের অনুষ্ঠানের প্রচলনে প্রতিফলিত হয়েছে , চীনারা বিয়ের মানের ওপর আরো গুরুত্ব দিচ্ছেন । লোকেরা আশা করছেন যে , অনন্য বিয়ের অনুষ্ঠান তাদের পরিণীত জীবনের জন্যে একটি অভিনব ও উজ্জ্বল সূচনা করবে । সুতরাং এই রকম পরিবর্তনে এক দিক থেকে চীনের সমাজের অগ্রগতি প্রতিফলিত হয়েছে । চীনের সমাজ বিজ্ঞান একাডেমীর ওয়াং চেন ইউ বহু বছর ধরে চীনের বিয়ের নানা দিক নিয়ে গবেষণা করে আসছেন । তিনি বলেছেন ,

    এই যুগ ঐতিহ্য থেকে আধুনিকতায় যে মোড় নিচ্ছে , বিয়ের অনুষ্ঠানের বহুমুখীকরণ থেকে তার প্রতিফলন ঘটেছে । অর্থাত একক ধরণ থেকে মূল্যবোধের বহুমুখীকরণ দেখা দিচ্ছে । বিয়ের অনুষ্ঠান এক ধরণের আনন্দদায়ক ও লক্ষ্যনীয় জিনিস বলে তার পরিবর্তন সবচেয়ে সহজেই ধরা যায় ।