জাতিসংঘের মুখপাত্র স্টিফেনি দুজারিক ৮ মে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্য সংশ্লিষ্ট চারপক্ষ অর্থাত জাতিসংঘ, যুক্তরাষ্ট্র,ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়া ৯ মে সকালে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে উচ্চ পর্যায়ের বৈঠক করবে। বৈঠকে সংশ্লিষ্ট পক্ষ মধ্যপ্রাচ্যের নতুন পরিস্থিতি নিয়ে আলোচনা করবে। একই দিনে ফিলিস্তিন সরকারের একজন কর্মকর্তা গাজায় বলেছেন, ফিলিস্তিন পক্ষ চারপক্ষের সঙ্গে বিনাশর্তে সংলাপ চালাতে ইচ্ছুক।
দুজারিক বলেছেন, উচ্চ পর্যায়ের বৈঠকে জাতিসংঘের মহাসচিব কফি আনান, যুক্তরাষ্ট্র,রাশিয়া ও ই ইউ'র প্রতিনিধিরা অংশ নেবেন। মিশর, সৌদি আরব ও জর্দানের পররাষ্ট্রমন্ত্রীরাও বৈঠকেও যোগ দেবেন। একই দিন বিকেলে চার পক্ষের প্রতিনিধিরা কফি আনানের অফিসে আলাদাভাবে বৈঠক করবেন।
জানা গেছে, এবারকার মধ্যপ্রাচ্য বিষয়ক সংশ্লিষ্ট চার পক্ষের বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হলো ফিলিস্তিনে হামাস সরকার গঠনের পর ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত থাকা এবং ফিলিস্তিন সরকারের কাছে আর্থিক সাহায্য দেয়ার নতুন পদ্ধতি ইত্যাদি।
ফিলিস্তিন সরকারের একজন কর্মকর্তা একই দিনে বলেছেন, ফিলিস্তিন পক্ষ মধ্যপ্রাচ্য বিষয়ক সংশ্লিষ্ট চার পক্ষের সঙ্গে বিনাশর্তে সংলাপ চালাতে ইচ্ছুক। ফিলিস্তিন পক্ষ সংলাপের মাধ্যমে যুদ্ধ ও সংঘর্ষের যন্ত্রণার অবসান করতে চায়। ফিলিস্তিন সংলাপের মাধ্যমে ইসরাইলের দখল অবসান করা, আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি বাস্তবায়ন করা এবং ইউরোপীয় দেশের ফিলিস্তিনের উপর আরোপিত নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।
|