ইরান সরকারের মুখপাত্র গোলাম হোসেন এলহাম ৮ মে তেহরানে বলেছেন , ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদি নেজাদ মার্কিন প্রেসিডেন্ট বুশের কাছে পাঠানো একটি চিঠিতে আন্তর্জাতিক সমস্যা সমাধান আর বর্তমান বিশ্বের উত্তেজনাসংকুল পরিস্থিতি প্রশমনের নতুন কর্মসূচি উপস্থাপন করেছেন । দুদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর ইরানের কোনো প্রেসিডেন্ট এই প্রথম বারের মতো মার্কিন প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠালেন ।
চিঠিতে আহমেদিনেজাদ বিশ্ব পরিস্থিতি আর সমস্যার উত্পত্তি নিয়ে বিশ্লেষণ করেছেন এবং এই সব সমস্যার সমাধান আর উত্তেজনাসংকুল পরিস্থিতি প্রশমনের নতুন কর্মসূচি উপস্থাপন করেছেন । কিন্তু তিনি চিঠির বিস্তারিত বিষয়বস্তু সম্বন্ধে কিছু বলেন নি ।
|