উত্তরপূর্ব চীনের হেই লোং চিয়াং প্রদেশের হে হো শহরের একটি বনরক্ষা কেন্দ্রে ৮ মে সকালে অগ্নিকান্ড ঘটেছে। বর্তমানে দুর্ঘটনাস্থলে বাতাসের প্রাবল্য ৬ থেকে ৭ মাত্রায় উঠেছে। এখন সহায়তার কাজ উত্তেজনাসংকুল পরিস্থিতিতে চলছে।
জানা গেছে, গড়পরতা তাপমাত্রা উঁচু এবং বৃষ্টি কম বলে চলতি বছরের বসন্তকালে হেই লোং চিয়াং প্রদেশের অগ্নিকান্ডের বিপদের মাত্রা অন্যান্য বছরের তুলনায় উঁচু। তাই দাবানলের বিপদের আশংকা খুবই বেশী।
|