ইরানের সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা কমিটির সচিব , পরমাণু আলোচনার প্রধান প্রতিনিধি আলি লারিজানি ৮ মে তুরস্কে বলেছেন , ইরানের পরমাণু সমস্যা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাঠামোতে নিষ্পত্তি করা উচিত ।
তিনি একই দিন আনকারা পৌঁছে সংবাদদাতাদের বলেছেন , ইরান শান্তিপূর্ণ উপায়ে পরমাণু সমস্যার সমাধান হবে এবং এই বিষয়ে স্বচ্ছতা বজায় থাকবে বলে আশা করে । তিনি বলেছেন , ইরান পরমাণু অস্ত্রের অবিস্তার চুক্তি থেকে সরে যেতে চায় না । কিন্তু যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর জবরদস্তিমূলক সিদ্ধান্ত নেয়া হয় , তাহলে ইরান তা পুণঃবিবেচনা করবে ।
অন্য খবরে প্রকাশ , ইরান সরকারের মুখপাত্র ৮ মে বলেছেন , ইরানের প্রেসিডেন্ট আহমেদি নেজাদ মার্কিন প্রেসিডেন্ট বুশের কাছে পাঠানো একটি চিঠিতে বর্তমান মতবিরোধ নিরসনের একটি নতুন কর্মসূচী উপস্থাপন করেছেন ।
|