আফগানিস্তান সফররত নেদারল্যান্ডসের পররাষ্ট্র প্রধান বর্নোর্ড রুদোলফ বট ৭ মে কাবুলে বলেছেন, নেদারল্যান্ডস আফগানিস্তানে ১৬০০ সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
বট আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রানগিন সপানটার সঙ্গে বৈঠক করার পর অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, নেদারল্যান্ডস আফগানিস্তানকে অব্যাহতভাবে সাহায্য দেবে, যাতে তার শান্তি ও স্থিতিশীলতা পুণরুদ্ধার হয়। নেদারল্যান্ডস সরকার আফগানিস্তানে যে ১৬০০ সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা আফগানিস্তানের দক্ষিণ উরুজগান প্রদেশে থাকবে।
আফগানিস্তানে ডাচ সৈন্য মোতায়েনের স্থান বট পরিদর্শন করেছেন । তিনি স্পান্টার সঙ্গে আফগানিস্তানের পুণর্গঠন, সন্ত্রাসবিরোধী এবং আন্তর্জাতিক ত্রাণ ইত্যাদি সমস্যা নিয়ে বৈঠক করেছেন।
|