৮ মে বিশ্ব রেডক্রস সোসাইটি দিবস । এই উপলক্ষে চীনের রেডক্রস সোসাইটির উদ্যোগে একই দিন পেইচিংয়ে ' রেডক্রসের ভালবাসা সপ্তাহ' কার্যক্রম চালু হয়েছে । এই তত্পরতার উদ্দেশ্য সারা সমাজ কৃষকদের সুস্বাস্থ্যের ওপর মনোযোগ দেয়া এবং দরিদ্র কৃষকদের চিকিত্সার ত্রাণ-সাহায্য সরবরাহ করার জন্য আরো বেশি চাঁদা সংগ্রহ করা ।
এই তত্পরতার উদ্বোধনী অনুষ্ঠানে চীনের কিছু শিল্প প্রতিষ্ঠান আর ব্যক্তিরা তত্ক্ষনাত্ চীনের রেডক্রস সোসাইটির কাছে ৩ কোটি ইউয়ানের নগদ আর ত্রাণ-সামগ্রী অনুদান দিয়েছে । এই তত্পরতা চলাকালে চীনের রেডক্রস সোসাইটি কৃষকদের জন্য বিনা পয়সায় ওষুধ ও চিকিত্সা দানের তত্পরতাও আয়োজন করবে ।
গত কয়েক বছরে চীনের রেডক্রস সোসাইটি গ্রামীণ ক্লিনিক গড়ে তোলার জন্য অনুদান দেয়া আর দরিদ্র কৃষকদের চিকিত্সার ত্রাণ-সাহায্য দেয়াসহ নানা রকম তত্পরতার আয়োজন করেছে ।
|