৮ মে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ানছাও পেইচিংয়ে বলেছেন, সুদান সরকার ও বিরোধী দল "সুদান মুক্তি আন্দোলনের"মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি হচ্ছে দারফুর সমস্যার সমাধান প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, চীন তা সমর্থন করে।
৫ মে সুদান সরকার ও দারফুর অঞ্চলের বিরোধী দল "সুদান মুক্তি আন্দোলন" শান্তি চুক্তি স্বাক্ষর করেছে । সাংবাদদাতাদের প্রশ্নের উত্তর দেওয়ার সময়ে লিউ চিয়ানছাও বলেছেন, সুদান সরকার ও "সুদান মুক্তি আন্দোলনের" শান্তিপূর্ণ ও আন্তরিক মতাধিষ্ঠান এবং আফ্রিকান লীগ ও সংশ্লিষ্ট আফ্রিকান দেশগুলোর প্রচেষ্টাকে চীন উচ্চপর্যায়ের প্রশংসা করেছে । চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে দারফুর অঞ্চলের সার্বিক শান্তি বাস্তবায়নের জন্যে অব্যাহতভাবে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক ।
|