চীনের সমুদ্র পরিবহন গ্রুপ , ব্রিটিশ রেল করপোরেশন এবং ডেনমার্কের এপি মোল্লার-মাস্ক গ্রুপের পরিকল্পনা অনুযায়ী, এই বছরে তারা ছিংতাও বন্দরে নতুন কন্টেইনার জাহাজঘাটা নির্মাণের জন্য ৪ বিলিয়ন ইউয়ান রেনমিনপি পুঁজিবিনিয়োগ করবে, যাতে ২০০৮ সালে এই জাহাজঘাটার নির্মাণ সম্পন্ন হয়।
ব্রিটিশ রেল করপারেশন হচ্ছে পৃথিবীতে প্রথম শ্রেণীর জাহাজঘাটা বিষয়ক ব্যবসায়ী। ডেনমার্কের এপি মোল্লার-মাস্ক গ্রুপ হচ্ছে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক পরিবহন ও সার্বিক পরিবহন কোম্পানি। জানা গেছে, ২০০৩ সালের পর সমুদ্র পরিবহন মহলের এই চারটি বৃহত্ গোষ্ঠী যৌথভাবে ছিংতাও বন্দরে জাহাজঘাটা প্রকল্প ব্যবস্থাপনা করার পর পেইচিংয়ে দ্বিতীয় বার বিরাটাকারের পুঁজিবিনিয়োগ বাড়াবে।
পরিসংখ্যান অনুযায়ী, গত বছরে ছিংতাও বন্দরের মাল পরিবহনের পরিমাণ ১৮ কোটি ৬০ লাখ টনের বেশি। কন্টেইনারের সংখ্যা ৬৩ লক্ষের বেশি।
|