v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-08 15:21:49    
সৃজনশীল সংস্কৃতিশিল্প---চীনের অর্থনৈতিক উন্নয়নের  এক নতুন  দিগন্ত

cri
    বর্তমানে সৃজনশীল সংস্কৃতিশিল্প ক্রমেই চীনের অর্থনৈতিক উন্নয়নের এক নতুন দিগন্তে পরিণত হচ্ছে। সৃজনশীল সংস্কৃতিশিল্পের অর্থ: মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন, চলচ্চিত্র, টেলিভিশন, ডিজিটাল ইলেক্ট্রোনিক বিনোদন, কম্পিউটারের সফ্টওয়্যার উন্নয়ন, কার্টুন ইত্যাদি শিল্পে সৃজনশীল পরিকল্পনা বা ধারণা প্রদানের শিল্প। সাম্প্রতিক বছরগুলোতে এই শিল্প চীনের কতকগুলো উন্নত শহরের অর্থনৈতিক উন্নয়নে ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

    এই নতুন শিল্পে সংস্কৃতি ও শিল্পকলার সৃজনশীলতা আর উন্নত বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয় সাধিত হয় এবং বাজার উন্নয়নের মাধ্যমে এই শিল্পের অর্থনৈতিক মূল্য বাস্তবায়িত হয়। এই শিল্পের এক নতুন জিনিস হলো মোবাইল ফোনে বিনোদনশিল্প। এই শিল্পে রয়েছে মাল্টিমিডিয়ার বিষয়বস্তু ও কার্টুন ছবি-সম্পন্ন শর্ট মেসেজ ,মোবাইল ফোনে ইণ্টার্নেট দেখা, নতুন নতুন মোবাইল গেমস ইত্যাদি । মোবাইল বিনোদন কোম্পানির যুগিয়ে দেয়া এ-সব সৃজনশীল পরিসেবা নতুন বর্ধিত মূল্য সৃষ্টি করেছে এবং মোবাইল টেলিযোগাযোগ সম্পর্কে লোকদের গতানুগতিক ধারণা বদলে দিয়েছে । অধিক থেকে অধিকতর চীনা লোক , বিশেষ করে যুবকযুবতীরা মোবাইল গেমস খুব পছন্দ করেন। তাতে কোম্পানির আয় অনেক বেড়ে যায়। কোম্পানিটির ভাইস প্রেসিডেণ্ট হু পিন বলেছেন, "গেমস হলো খুব সৃজনশীল এক শিল্প, মোবাইল ফোনের গেমস এমন এক নতুন শিল্প,যার মাধ্যমে বর্ধিত মূল্য সৃষ্টি করা যায়। এখন তরুণতরুণীরা মোবাইল দিয়ে আরও বেশি নতুন কাজ করছেন। যেমন মোবাইল গেমস খেলা এবং মোবাইল ফোন দিয়ে কালারিং রিং টোন ডাউন লোড করা ইত্যাদি।"

    পেইচিংয়ের টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি কোম্পানি সম্প্রতি "কোংফু"নামক ছায়াছবি এবং "ত্রিরাজ্যের কাহিনী"নামক চীনের প্রাচীন উপন্যাসের ভিত্তিতে মোবাইল ফোনের গেমসের সফ্টওয়্যার উন্নয়ন করেছে এবং বাজারে খুব ভাল সাড়া পাওয়া গেছে । এই কোম্পানির কোনো কোনো গেমস মোবাইল-গ্রাহকরা এক লক্ষ বার ডাউন লোড করেছেন। মিস্টার হু বলেছেন, "আমাদের কোম্পানি প্রতি মাসে স্বকীয় উদ্ভাবনের ভিত্তিতে দুটো নতুন গেমস পরিবেশন করে, যাতে গ্রাহকরা অনুভব করতে পারেন , এটা নিছক এক খেলা নয়, বরং সংস্কৃতির সমৃদ্ধ বিষয়বস্তু-সম্পন্ন একটি নতুন জিনিস।"

    বর্তমানে এই সৃজনশীল সংস্কৃতিশিল্প চীনের পেইচিং, সাংহাই , শেনচেন, হাংচৌ ইত্যাদি উন্নত শহরগুলোতে দ্রুত উন্নয়ন লাভ করছে। চীনের "সিলিকন ভ্যালি" নামে সুপরিচিত পেইচিংয়ের চোংকুয়ানছুন হাইটেক শিল্পপার্কে প্রতিষ্ঠিত হয়েছে অনেক সৃজনশীল সংস্কৃতিশিল্প কোম্পানি। এই শিল্পপার্কের ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান তাই ওয়েই জানিয়েছেন, গত বছরের শেষ নাগাদ এই শিল্পপার্কে দু' শোরও বেশি সৃজনশীল নতুন সংস্কৃতিশিল্প কোম্পানি প্রবেশ করেছে। তিনি বলেছেন, " চোংকুয়ানছুন শিল্পপার্কে সফ্টওয়্যার, ইণ্টার্নেট, টেলিযোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে নিজের উত্কৃষ্টতা কাজে লাগানো হয়েছে এবং উদ্ভাবনকারী প্রতিভাবান ব্যক্তি নিয়োগ করে স্বকীয় উদ্ভাবনের ভিত্তিতে এই নতুন সংস্কৃতিশিল্পের উন্নয়ন ঘটানো হয়েছে। এর প্রধান পণ্য হল অনলাইন গেমস, ডিজিটাল কার্টুন, নেটওয়ার্ক আর মোবাইল ফোনে ছায়াছবি ও টেলিভিশন দেখা , আইসিকিউ'র মাধ্যমে সংলাপ করা , ইমেল , পণ্য কেনা ইত্যাদি পরিসেবা।"

    পেইচিংয়ের মতো সাংহাই মহানগরেও সৃজনশীল সংস্কৃতিশিল্পের দ্রুত উন্নয়ন হচ্ছে। সংহাইয়ের এই সংস্কৃতিশিল্পের উত্পাদনমূল্য সাংহাইয়ের মোট জিডিপির ৭.৫ শতাংশ অধিকার করে। পরিকল্পনা অনুযায়ী ১০ বছরের মধ্যে সাংহাই শহর এশিয়ার সবচেয়ে প্রভাবশালী সৃজনশীল সংস্কৃতিশিল্প কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

    এই শিল্পের সুবিধা হলো উচ্চমাত্রার বর্ধিত মূল্য অর্জন এবং পরিবেশ সুরক্ষা করা যায়। চীনের বিভিন্ন অঞ্চলে এখন এই সংস্কৃতিশিল্পের আইনবিধির ব্যবস্থা পূর্ণাঙ্গ করার প্রয়াস চালানো হচ্ছে, মেধাস্বত্ব সংরক্ষণ, কর সংগ্রহ, অর্থায়ন, আর্থিক সমর্থন,আর পেশাদার কর্মী প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রে এই শিল্প উন্নয়নে উত্সাহ দেয়ার নীতি গবেষণা ও প্রণয়ন করা হচ্ছে। চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চিন ইউয়ানফু মনে করেন, চীনের ভিন্ন ভিন্ন অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের মান ভিন্ন ভিন্ন, চীনের তুলনামূলকভাবে উন্নত অঞ্চলে অর্থনৈতিক কাঠামোর পুনর্বিন্যাস ও শিল্পকে উন্নততর পর্যায়ে উন্নীত করার জন্য অবলম্বন করা অন্যতম ভাল ব্যবস্থা হলো সৃজনশীল সংস্কৃতিশিল্পের উন্নয়ন ত্বরান্বিত করা। তিনি মন্তব্য করেছেন, এই নতুন সংস্কৃতিশিল্পের উন্নয়ন ত্বরান্বিত করার সঙ্গে সঙ্গে চীনের বিভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য-সম্পন্ন সংস্কৃতি সম্পর্কে বৈচিত্র্যময় সাংস্কৃতিক পণ্যের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে তুলে ধরা উচিত। তিনি বলেছেন, " চীনের সৃজনশীল সংস্কৃতিশিল্পের উচিত ভিন্ন ভিন্ন অঞ্চলের জন্য উপযুক্ত ভিন্ন ভিন্ন পদ্ধতিতে উন্নয়ন ঘটানো, বিশ্বের কাছে আমাদের এই সংস্কৃতিশিল্পের কতকগুলো শ্রেষ্ঠ পণ্য পরিবেশন করা ।"

    তিনি বলেছেন, এই নতুন সংস্কৃতিশিল্পের উন্নয়ন চীনের শ্রমঘণীভূত নিম্ন বর্ধিত মূল্যের শিল্পব্যবস্থাকে ধীশক্তি-ঘণীভূত এবং উচ্চ বর্ধিত মূল্যের শিল্পব্যবস্থায় রূপান্তরিত করার অনুকূল। এখন চীনের সৃজনশীল সংস্কৃতিশিল্পের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে , কিন্তু এই বাজার এখনও পরিপক্ক নয়, এই বাজারের চাহিদা এখনও স্থিতিশীল নয়। সৃজনশীল সংস্কৃতিশিল্প একটি ঝুঁকিপূর্ণ শিল্প, তবে একই সময়ে তা আবার খুবই সম্ভাবনাময় একটি নতুন শিল্প।