v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-08 15:00:29    
পয়লা থেকে ৭ মে পর্যন্ত, ২০০৬

cri
যুক্তরাষ্ট্র ধর্মের ছুতোয় অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে

৬ মে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তর দেয়ার সময় বলেছেন , যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনকে ধর্মীয় সমস্যার ছুতোয় অন্য দেশের অভ্যন্তরীন সমস্যায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে , যাতে নিজের ভাবমূর্তির আরো ক্ষতি না হয় এবং অন্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র আর সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে এই কমিশনের আদান-প্রদানে বাধা সৃষ্টি না হয় ।

সম্প্রতি প্রকাশিত মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের ২০০৬ সালের বার্ষিক রিপোর্টে চীনসহ বেশ কয়েকটি দেশের ধর্মীয় নীতির সমালোচনা করা হয়েছে । লিউ চিয়েন ছাও বলেছেন , এই রিপোর্টে চীনসহ কিছু উন্নয়নশীল দেশের ধর্মীয় অবস্থার সমালোচনা করা হয়েছে এবং গত বছরে এই কমিশনের চীন সফরের অভিজ্ঞতা উপেক্ষা করে চীনের ধর্ম ও সংখ্যালঘু জাতি সম্পর্কিত নীতির সমালোচনা করা হয়েছে , এমন কি ফা লুন কো নামে ভ্রান্ত ধর্মের প্রশংসা করা হয়েছে ।

মুখপাত্র লিউ চিয়েন ছাও আরো বলেছেন , চীন সরকার আইন অনুসারে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করে । চীনা নাগরিকদের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা আছে , এটি একটি বাস্তব সত্য । এই কমিশন ধর্মীয় স্বাধীনতার অজুহাতে যে চীনের অভ্যন্তরীন ব্যাপারে হস্তক্ষেপ করছে , তা' দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসারে ক্ষতিকর ।

বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপে চীনা নারী দলের শিরোপা লাভ

জার্মানীর ব্রেমেনে অনুষ্ঠিত ৪৮তম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপে নারীদের দলগত খেলায় চীনা নারী দল ৩:১ গেমে চীনা হংকং দলকে পরাজিত করে একটানা ৭বার শিরোপা লাভ করেছে ।

চীনের বিখ্যাত খেলোয়াড় ওয়াং নান এবার নিয়ে ১৯টি বিশ্ব শিরোপা জয় করেছেন । চীনা খেলোয়াড়দের মধ্যে তিনি সবচেয়ে বেশি বার বিশ্ব শিরোপা লাভ করেছেন ।

পুরুষদের দলগত সেমি ফাইনালে চীনা পুরুষ দল ৩:১ গেমে জার্মান দলকে পরাজিত করে অবাধে ১ মের ফাইনালে ওঠেছে ।

চীনের পুরুষ এবং নারী দল টমাস এণ্ড ইউবার কাপ জয় করেছে

৭ মে ২০০৬ সালের টমাস এণ্ড ইউবার কাপ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়শীপ টোকিওতে সমাপ্ত হয়েছে চীনের পুরুষ এবং নারী দল চ্যাম্পিয়ন হয়েছে। ২০০৪ সালের পর, চীন দল আবার দু'টি বিশ্ব দলগত শীরোপা জয় করেছে।

৭ মে পুরুষ দলগত দফায় চীনা দল ডানমার্ক দলকে ৩:০ গেমে পরাজিত করে, টমাস কাপ জয় করেছে। এটা চীনের পুরুষ দলের পঞ্চম টমাস কাপ জয়।

আন্তর্জাতিক ক্ষেত্রে চীনা ভাষা জনপ্রিয় করে তোলার ওয়েবসাইট চীনে চালু হবে

এই বছরের মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে চীনা ভাষা জনপ্রিয় করে তোলার একটি বিরাটাকারের ওয়েবসাইট চীনে চালু হবে । তা সারা পৃথিবীর চীনা ভাষা অধ্যয়ণকারীদের জন্যে চীনা ভাষার দূরপাল্লার শিক্ষা ও সমৃদ্ধ চীনা ভাষা অধ্যয়নের সম্পদ সরবরাহ করবে ।

এই ওয়েবসাইটে অনলাইন লেখাপড়া , শিক্ষকদের প্রশিক্ষণ , সম্পদের কেন্দ্র , স্বেচ্ছাসেবীদের পরিসেবা ও তথ্যাদি অনুসন্ধানের ব্যবস্থা থাকবে ।

চীনের জাতীয় বৈদেশিক চীনা ভাষা শিক্ষা অফিসের একজন কর্মকর্তা বলেছেন , বর্তমানে বিদেশে প্রায় ৩০ লাখ লোক চীনা ভাষা শিখছেন । ঐতিহ্যিক শিক্ষা পদ্ধতি এই সব শিক্ষার্থীদের চাহিদা মেটাতে পারছে না বলে আধুনিক তথ্য প্রযুক্তি ও অনলাইন শিক্ষার প্রয়োগ আন্তর্জাতিক ক্ষেত্রে চীনা ভাষা জনপ্রিয় করে তোলার কাজের ভবিষ্যত উন্নয়নের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে । তিনি আশা প্রকাশ করেছেন , তারা ওয়েবসাইট স্থাপনের মাধ্যমে দেশের শিক্ষার উত্কৃষ্ট সম্পদের সমাবেশ করে আরো ভালোভাবে বিশ্বের বিভিন্ন স্থানের চীনা ভাষা শিক্ষার্থীদের চাহিদা মেটাতে পারবেন ।

চীনের মহাপ্রাচীর পরিমাপ কাজ শুরু

বিশ্বেরস্থাপত্য ইতিহাসের অন্যতম বিস্ময়চীনের মহাপ্রাচীরের আসল দৈর্ঘ্য জানার জন্যে সম্প্রতি চীন আধুনিক পরিমাপের কলাকৌশল ব্যবহার করে মহাপ্রাচীরকে পুঙ্খানুপুঙ্খভাবে পরিমাপ করার কাজ শুরু করেছে ।

প্রচলিতমতে মহাপ্রাচীরের দৈর্ঘ্য হল ৫ হাজার কিলোমিটার । কিন্তু তার পুঙ্খানুপুঙ্খভাবে দৈর্ঘ্য সম্পর্কে সবাই এক মত হয়নি । জানা গেছে , চীনের ঐতিহাসিক ধ্বংসাবশেষ বিষয়ক বিভাগ আধুনিক উপগ্রহ-প্রকৌশল , মহাশুন্যের রিমোট-সেনসিং প্রকৌশল এবং ভৌগলিক তথ্য প্রণালী ব্যবস্থা প্রভৃতি আধুনিক পরিমাপ পদ্ধতি দিয়ে মহা প্রাচীরকে পুঙ্খানুপুঙ্খভাবে পরিমাপ করবে । ঐতিহাসিক ধ্বংসাবশেষ রক্ষা কর্মীরা কানসু ও হোপেই প্রদেশ দুটিতে পায়ে হেটে হেটে পর্যবেক্ষণ ও পরিমাপের কাজ শুরু করেছেন । তারা মহাপ্রাচীরের প্রাকৃতিক সম্পদ তদন্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ এমন কার্য-প্রণালী ও উপায় খুঁজে বের করবেন । আগামী বছরে মহাপ্রাচীরের অতিক্রম করা প্রদেশগুলোতে পরিমাপের কাজ শুরু হবে ।

ভারতের প্রধানমন্ত্রী: চীনের অর্থনীতির অগ্রগতি থেকে শেখা উচিত

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ৫ মে বলেছেন, চীন বিশ্বের অর্থনীতি উন্নয়নের ইঞ্জিনে পরিণত হয়েছে, চীনের অর্থনীতির উন্নয়নের অভিজ্ঞতা থেকে অনেক শিখিতে হবে।

হাইদ্রাবাদে অনুষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংক অর্থাত্ এডিবির ৩৯তম বার্ষিক সম্মেলনে দেয়া একটি ভাষণে তিনি বলেছেন, গত ২০বছরে চীনের অর্থনীতি উন্নয়নের পরিস্থিতি খুবই চমত্কার। চীনের দ্রুত উন্নয়নে বিপুল সংখ্যক চীনা নাগরিক দারিদ্র্য মুক্ত হয়েছেন, এবং অন্য দেশে চীনের পন্যদ্রব্য ও পরিসেবার চাহিদা বেড়েছে।

এডিবির ৩৯তম বার্ষিক সম্মেলন ৫ মে ভারতের হাইদ্রাবাদে উদ্বোধন হয়েছে। এবারকার সম্মেলনে প্রধানত বিশ্বের অসম উন্নয়ন আরো বিপুল হওয়ার পরিস্থিতিতে এডিবির বর্তমানে চ্যালেঞ্জ এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে।

ভারত ও পাকিস্তান নতুন পরিবহন লাইন খুলতে রাজী

ভারত ও পাকিস্তান ৩ মে ঘোষণা করেছে যে , দুপক্ষ কাশ্মিরের প্রকৃত সীমারেখার দুপারে নতুন পরিবহন লাইন খুলতে এবং ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে দুই রাজধানীর মধ্যে মালপরিবহনের পরিসেবা জোরদার করতে রাজী হয়েছে ।

ভারতের এশিয়া বার্তা সংস্থার এক খবরে প্রকাশ , ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদল নয়া দিল্লীতে দুদিনব্যাপী বৈঠকের পর এক যুক্ত বিবৃতি প্রকাশ করেছে । যুক্ত বিবৃতিতে ১৯ জুন থেকে কাশ্মিরের পুঞ্চ থেকে রাওয়ালকোট পর্যন্ত এক পরিবহন লাইন চালু করার কথা ঘোষণা করা হয়েছে । কাশ্মিরের দুপাশের আঞ্চলিক বাণিজ্য উন্নয়ন ত্বরান্বিত করার জন্যে দুপক্ষ আগামী জুলাই মাসের প্রথম দিকে শ্রীনগর থেকে মুজাফ্ফারাবাদ পর্যন্ত ট্রাক পরিবহন পরিসেবা ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ।

পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত

সিনহুয়া বার্তা সংস্থার খবরে প্রকাশঃ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ২ মে বলেছেন, একই দিন পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান উত্তর-পশ্চিম পাকিস্তানের সীমান্ত প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠান করেছে।

তিনি বলেন, এই তিনটি দেশের সামরিক মহড়ার প্রধান এলাকা হচ্ছে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের চেরাট পাহাড়ী এলাকা এবং মোট ১ হাজার সৈন্য এই মহড়ায় অংশ নিয়েছে। ১০ দিনব্যাপী এই যৌথ সামরিক মহড়ার লক্ষ্য হচ্ছে সশস্ত্রদের তালিবান সীমান্তপার তত্পরতার ওপর আঘাত হানার ক্ষেত্রে তিনপক্ষের সহযোগিতা জোরদার করা।

নেপালের সংসদে সংবিধান প্রণয়ন বিল গৃহীত

১ মে নেপালের জাতীয় টি ভি কেন্দ্র বলেছে, ৩০ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত পূর্ণাঙ্গ অধিবেশনে নেপালের সংসদে নতুন সংবিধান প্রণয়নে জাতীয় প্রতিনিধি সম্মেলন আয়োজনের বিল গৃহীত হয়েছে।

জানা গেছে, নতুন প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা এই বিল উপস্থাপন করেন।

নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা ২ মে নতুন সরকারের মন্ত্রী সভার তালিকা ঘোষণা করেছেন ।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার খবরে প্রকাশ, নেপালের নতুন মন্ত্রিসভা ৭ জন সদস্য । তাঁদের মধ্যে নেপালের সি পি এন পার্টির নেতা সার্মা ওলী উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী নিযুক্ত হয়েছেন । প্রধানমন্ত্রী কৈরালা একই প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করবেন । নেপালের কংগ্রেস পার্টির কৃন্ষ্ণা সিতাউলা ও রাম সারান মাহাত স্বরাষ্ট্র মন্ত্রী ও অর্থমন্ত্রীর পদে নিযুক্ত হয়েছেন ।

৩ মে নেপালের জাতীয় টেলিভিশনের খবরে প্রকাশ , ২ মে সন্ধ্যায় নেপালের নতুন মন্ত্রীসভার প্রথম পুর্ণাংগ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে । অধিবেশনে ঠিক করা হয়েছে যে , নতুন সরকার দেশের দীর্ঘস্থায়ী শান্তি , উন্নয়ন ও সমৃদ্ধির জন্য অব্যাহতভাবে প্রয়াস চালাবে ।

নেপালের উপ প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ৩ মে ঘোষণা করেছেন, নেপাল সরকার ও সরকার বিরোধী সশস্ত্র শক্তির মাধ্যে অনির্দিষ্ট কালের যুদ্ধ বিরতি হয়েছে, এবং তিনি সরকার বিরোধী সশস্ত্র শক্তির প্রতি যথাশীঘ্র সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন।

তিনি একই দিন আরো ঘোষণা করেছেন, নেপাল সরকার সরকার বিরোধী সশস্ত্র শক্তিকে "সন্ত্রাসী সংস্থা" বলবে না, এবং সরকার বিরোধী সশস্ত্র গ্রুপের বন্দীদের মুক্তি দেবে।

ইরান পরমাণু কর্মসূচী বন্ধে নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত মানবে না

ইরানের পররাষ্ট্র মন্ত্রী আসেফি ৭ মে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচী বন্ধ করার জন্যে জাতি সংঘ নিরাপত্তা পরিষদ যে সিদ্ধান্তই নিক না কেনো, ইরান তা মানবে না। জাতি সংঘ নিরাপত্তা পরিষদে একটি জবরদস্তিমূলক সিদ্ধান্তের সম্ভাব্য অনুমোদন প্রসঙ্গেতিনি বলেছেন, ইরান নিজের দেশের স্বার্থ বিঘ্নিতকারী কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। জাতি সংঘ নিরাপত্তা পরিষদ কোনো ভুল সিদ্ধান্ত নিলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতা পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রুপান্তরিত হবে।

আরেকটি খবরে বলা হয়েছে, একই দিন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ হুঁশিয়ার করে বলেছেন, যদি ইরানের শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি প্রয়োগের অধিকার বিশ্ব সমাজের স্বীকৃতি না পায় তাহলে ইরান ' পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তি ' থেকে বেরিয়ে আসবে। জানা গেছে, ইরানের পরমাণু ইস্যু নিয়ে মত বিনিময় করার জন্যে ৮ মে নিউইয়াকে ব্রিটেন, ফ্রান্স, জার্মানী, চীন, যুক্তরাষ্ট্র আর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রিদের বৈঠক অনুষ্ঠিত হবে।

সুদান সরকার ও দার্ফুরের প্রধান বিরোধী শক্তির মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত

সুদান সরকার ও দার্ফুর অঞ্চলের প্রধান সরকার-বিরোধী সশস্ত্র শক্তি সুদান লিবারেশন মুভমেন্ট ৫ মে নাইজেরিয়ার রাজধানী আবুজায় শান্তি চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তি দার্ফুর অঞ্চলের তিন বছর-স্থায়ী সংঘর্ষের অবসানের সম্ভাবনা সৃষ্টি করেছে। কিন্তু অন্য দুটি সশস্ত্র শক্তি চুক্তি স্বাক্ষর করতে অস্বীকার করেছে।

জাতিসংঘ মহাসচিব কোফি আনান একই দিনে এক বিবৃতিতে শান্তি চুক্তিকে স্বাগতম জানিয়েছেন। বিবৃতিতে তিনি সুদানের সরকার-বিরোধী সশস্ত্র শক্তির প্রতি এই সুযোগ আঁকড়ে ধরে যথাশিঘ্র সহিংস সংঘর্ষে ইতি টানার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র সিন ম্যাকম্যাক একই দিনে বলেছেন, এই শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য অংশগ্রহণকারী ও আন্তর্জাতিক সমাজকে আরো প্রয়াস চালাতে হবে।

১১ সেপ্টেম্বর ঘটনায় জড়িত সন্দেহভাজন সন্ত্রাসবাদী মুসাবিকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হবে

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল জুরি ৩ মে ঘোষণা করেছে, সাত দিনব্যাপী তর্কবিতর্ক হওয়ার পর বিচারপতিরা সিদ্ধান্ত নিয়েছেন যে, ১১ সেপ্টেম্বর ঘটনায় বিচারাধীন সন্দেহভাজন সন্ত্রাসবাদী মুসাবিকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হবে। বিচারপতিরা ৪ মে মুসবির বিরুদ্ধে রায় ঘোষণা করার কথা ছিল। ৩৭ বছর বয়স্ক মুসাবি মরোক্যানবংশোদ্ভুত ফরাসী নাগরিক।তিনি এক মাত্র সন্দেহভাজন সন্ত্রাসবাদী যিনি ১১ সেপ্টেম্বর ঘটনার কারণে যুক্তরাষ্ট্রের বিচারাধীন ছিলেন। ১১ সেপ্টেম্বর ঘটনা ঘটার তিন সপ্তাহ আগে অভিবাসন আইন লঙ্ঘণ করার অভিযোগে যুক্তরাষ্ট্রের কতৃর্পক্ষ তাকে গ্রেফতার করে। তিনি স্বীকার করেছেন যে, আল কায়েদা গোষ্ঠীর কর্তা বিন লাদেন এক সময় তাকে বোইং ৭৪৭ যাত্রী বিমান চালিয়ে হোয়াইট হাউস আঘাত করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তিনি নিজে ১১ সেপ্টেম্বর ঘটনায় অংশ নেওয়ার অভিয়োগ অস্বীকার করেছেন।