৭ মে আন্তর্জাতিক সংসদ ইউনিয়নের (আইপিইউ) ১১৪তম সম্মেলন কেনিয়ার রাজধানী নাইরোবিতে উদ্বোধন হয়েছে। কেনিয়ার প্রেসিডেন্ট মওয়াই কিবাকি উদ্বোধনী অনুষ্ঠানে আফ্রিকান দেশগুলোর সংসদের প্রতি আফ্রিকার দুর্ভিক্ষ দূর করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, সংসদের উচিত জনগণের খাদ্যশস্য নিরাপত্তা নিশ্চিতের প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। তিনি বলেছেন, বর্তমানে আফ্রিকায় বিশ কোটি লোক দুর্ভিক্ষ ও খাদ্যশস্যের অভাবের সম্মুখীন হচ্ছেন, খাদ্যশস্যের সমস্যা হচ্ছে আফ্রিকান জনগণের জন্য সবচেয়ে গুরুতর একটি চ্যালেঞ্জ। তিনি আফ্রিকান দেশগুলোর সংসদের প্রতি খাদ্যশস্য নিরাপত্তার সমস্যা মোকাবেলার জন্যে আন্তর্জাতিক সমাজের সঙ্গে সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন।
|