সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জামাল ইব্রাহিম ৭ মে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সুদান সরকার জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর দার্ফুর অঞ্চলে প্রবেশের অনুমতি দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি।
ইব্রাহিম ভবিষ্যতে জাতিসংঘের পাঠানো শান্তিরক্ষী বাহিনকে দার্ফুরে প্রবেশের অনুমতি দেয়ার সম্ভাবনা অস্বীকার করেন নি। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, সুদান নিজেই সিদ্ধান্ত নেবে। অন্য দেশের সিদ্ধান্ত সুদানের ওপর চাপিয়ে দেয়ার অধিকার নেই। তিনি জোর দিয়ে বলেছেন, তিনি কখনো জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ব্যাপারে সমর্থন করেননি।
|