মে দিবসের ৭ দিন ব্যাপী ছুটিতে চীনের বাজারে কেনাকাটার সুষ্ঠু প্রবণতা দেখা দিয়েছে। এই ছুটিতে চীনের খুচরা বিক্রয়ের মোট মূল্য ২৭৮ বিলিয়ন ইউয়ান হয়েছে। তা গত বছরের অনুরূপ সময়ের চেয়ে ১৬ শতাংশ বেশী।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্লেষণ অনুযায়ী, ছুটির সময়ে দেশের বড় দোকানের পণ্য বিক্রির অবস্থা খুব ভাল। সোনা, বিখ্যাত মার্কার বৈদ্যুতিক সামগ্রী, ছোট আকারের গাড়ি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে। খাদ্য ও পানীয় খরচ ও বিয়ের খরচ বেড়েছে। ছুটির দিনে পল্লীগ্রাম ভ্রমণ কৃষকদের আয় বাড়িয়েছে। পূর্ব চীনের নানচিং শহরের শতাধিক পল্লীগ্রাম ভ্রমনের প্রকল্পে মে দিবসের ছুটিতে ৬ কোটি ইউয়ানের আয় হয়েছে।
পেইচিংয়ের বাণিজ্য ব্যুরো প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, মে দিবসের ৭দিন ছুটিতে পেইচিংয়ে বিয়ের অনুষ্ঠানের খরচ ৩০ কোটি ইউয়ান ছাড়িয়েছে।
|