চীনের পুরুষ এবং নারী দল টমাস এণ্ড ইউবার কাপ জয় করেছে
cri
৭ মে ২০০৬ সালের টমাস এণ্ড ইউবার কাপ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়শীপ টোকিওতে সমাপ্ত হয়েছে চীনের পুরুষ এবং নারী দল চ্যাম্পিয়ন হয়েছে। ২০০৪ সালের পর, চীন দল আবার দু'টি বিশ্ব দলগত শীরোপা জয় করেছে।
৭ মে পুরুষ দলগত দফায় চীনা দল ডানমার্ক দলকে ৩:০ গেমে পরাজিত করে, টমাস কাপ জয় করেছে। এটা চীনের পুরুষ দলের পঞ্চম টমাস কাপ জয়।