মালয়েসিয়ার প্রধানমন্ত্রী বাদাভি সম্প্রতি ঘোষণা করেছেন , ইন্টারনেটের নিরাপত্তা রক্ষার জন্য মালয়েসিয়ায় একটি আন্তর্জাতিক ইন্টারনেট সন্ত্রাসদমন কেন্দ্র প্রতিষ্ঠিত হবে । এই কেন্দ্রের পুরো নাম হবে ইন্টারনেট সন্ত্রাসদমন বিষয়ক আন্তর্জাতিকইউনিয়ন । ৫মে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ২০০৬ সালের বিশ্ব তথ্য প্রযুক্তি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় প্রধানমন্ত্রী বাদাভি এ কথা বলেছেন । তিনি আরো বলেছেন , মালয়সিয়া আশা করে , এই কেন্দ্র পৃথিবীর বিভিন্ন দেশের সরকার , শিল্পপ্রতিষ্ঠান ও ব্যক্তিবিশেষের মধ্যে সহযোগিতা ও আদান-প্রদানের একটি ফ্ল্যাটফর্ম হবে , যাতে সবাই মিলিতভাবে ইন্টারনেট সন্ত্রাস দমন করবে এবং ইন্টারনেট সন্ত্রাস মোকাবেলার সময় জরুরী সাহায্য পাবে ।
জানা গেছে , এই কেন্দ্র মালয়েসিয়ার ইন্টারনেট কেন্দ্র সাইবার জায়ায় প্রতিষ্ঠিত হবে ।
|