|
 |
(GMT+08:00)
2006-05-06 19:54:52
|
আফগানিস্তানে মোতায়েন মার্কিন সৈন্যবাহিনীর কপ্টার ভূপাতিত:; ১০ জনের প্রাণহানি
cri
৬ মে আফগানিস্তানে মোতায়েন মার্কিন সৈন্যবাহিনীর মুখপাত্রি টামারা লরেনস বলেছেন, মার্কিন সৈন্যবাহিনীর একটি চিনুক হেলিকপ্টার ৬ মে আফগিস্তানের পূবাঞ্চলের কুনার প্রদেশের পাহাড়ী এলাকায় কতর্ব্য পালন করার সময় ভূপাতিত হয়েছে। হেলিকপ্টারের ১০ জন লোক আরোহীর সবাই মারা গেছে । মুখপাত্রী বলেছেন, আফগানিস্তানে মোতায়েন মার্কিন সৈন্যবাহিনী এই দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে। হেলিকপ্টারটি গোলাবর্ষনে ভূপাতিত হয়নি। কিন্তু ৬ মে তালিবানের একজন মুখপাত্রেরমাধ্যমেতালিবান এই ঘটনার দায়িত্ব দায় স্বীকার করেছে।
|
|
|