সম্প্রতি বিশ্ব পযর্টন আর ভ্রমণ পরিষদের প্রকাশিত একটি সর্বশেষ রির্পোটে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে, আগামী দশ বছরের মধ্যে চীন বিশ্বের একটি শক্তিশালী পযর্টন দেশে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।এই ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০০৭ সাল থেকে ২০১৬ সাল পযর্ন্ত চীনের পযর্টন শিল্পের বার্ষিক গড় বৃদ্ধি দাঁড়াবে ৮.৭ শতাংশে। পর্যটনের মোট চাহিদার ক্ষেত্রে চীন বিশ্বের দ্বিতীয় দ্রুত উন্নয়নের দেশ হবে।
পরিসংখ্যাণ অনুযায়ী, গত বছর চীনের পযর্টন শিল্পে বৈদেশিক মূদ্রারআয় ২৯.২ বিলিয়ন মার্কিন ডলার্রে দাঁড়িয়ে ২০০৪ সালের তুলনায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তা ছাড়া, চীন হল এশিয়ার প্রথম বিদেশ যাত্রীদের দেশ ।
|