সম্প্রতি চীনের উপ জলসেচ মন্ত্রী ছিয়াও ইয়োংবলেছেন, দু' কোটি গ্রামীণ লোকের পানীয় জলের নিরাপত্তার সমস্যা সমাধানের জন্যে চলতি বছর চীন সরকার ৪০০ কোটি রেন মিন পি বরাদ্দ করবে।
চীন সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে চীন ১০ কোটি গ্রামীণ লোকের পানীয় জলের নিরাপত্তা সমস্যা সমাধান করবে, যাতে কৃষকদের জীবন যাত্রাআর স্বাস্থ্যের মান উন্নত হয়।
উল্লেখ্য বতর্মানে চীনের গ্রামাঞ্চলে প্রায় ৩০ কোটি লোকের মধ্যে পানীয় জলের সমস্যা রয়েছে। সমস্যাগুলো হল, ফ্লুরিনযুক্ত পানি পান করা ,যার ফলে তাদের মধ্যে কুঁজো রোগ ও সটেপোরোসিস সৃষ্টি হয়। তিক্ত , পানীয় জলপায়ীরা সিস্টসোমের হুঁমকির সম্মুখীন।
|