সুদান সরকার ও দার্ফুর অঞ্চলের প্রধান সরকার-বিরোধী সশস্ত্র শক্তি সুদান লিবারেশন মুভমেন্ট ৫ মে নাইজেরিয়ার রাজধানী আবুজায় শান্তি চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তি দার্ফুর অঞ্চলের তিন বছর-স্থায়ী সংঘর্ষের অবসানের সম্ভাবনা সৃষ্টি করেছে। কিন্তু অন্য দুটি সশস্ত্র শক্তি চুক্তি স্বাক্ষর করতে অস্বীকার করেছে।
জাতিসংঘ মহাসচিব কোফি আনান একই দিনে এক বিবৃতিতে শান্তি চুক্তিকে স্বাগতম জানিয়েছেন। বিবৃতিতে তিনি সুদানের সরকার-বিরোধী সশস্ত্র শক্তির প্রতি এই সুযোগ আঁকড়ে ধরে যথাশিঘ্র সহিংস সংঘর্ষে ইতি টানার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র সিন ম্যাকম্যাক একই দিনে বলেছেন, এই শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য অংশগ্রহণকারী ও আন্তর্জাতিক সমাজকে আরো প্রয়াস চালাতে হবে।
|