৬ মে সকাল সাড়ে দশটা পর্যন্ত উত্তর চীনের তা সিং আন লিংয়ের আরো দুটি বনাঞ্চলের দাবানল নিয়ন্ত্রনে আনা নি । বর্তমানে তিন শ'জন বন পুলিশসহ প্রায় এক হাজার লোক দাবানল নেভানোর চেষ্টা করছেন , আরো ছয় শ'জন বন পুলিশ সাহায্যের জন্য ঘটনাস্থলের অভিমুখে রওয়ানা দিয়েছেন ।
৫ মে দুপুরে অন্তর্মঙ্গলিয়া স্বায়তশাসিত অঞ্চলের হু লুন পের শহরের অধীনস্থ তা সিং আন লিং বনাঞ্চলে দাবানল দেখা দেয় । কয়েক ঘন্টা চেষ্টার পর বেশ কয়েকটি জায়গার দাবানল নিয়ন্ত্রনে আনা হয়েছে।
তা সিং আন লিং হচ্ছে চীনের অন্যতম প্রধান বনাঞ্চল । এপ্রিল মাসের শেষ দিক থেকে গোটা অঞ্চলে দাবানল দেখা দেওয়ার সম্ভাবনা বেশী ।
|