৪ মে কুষ্ণসাগর আর বাল্টিক সাগর অঞ্চলের নেতাদের সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনী রাশিয়ার শক্তি সম্পদ নীতি ইত্যাদি ক্ষেত্রে অভিযোগ করেছেন। ৫ মে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ মস্কোয় একটি ভাষণে খণ্ডন করেছেন।
সের্গেই লাভরোভ বলেছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ডিক চেনীর জানা উচিত, রাশিয়া কখনও অন্য দেশে প্রাকৃতিক গ্যাস ও তেল পাঠানোর ঠিকা চুক্তি লংঘন করে নি। তিনি বলেছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ডিক চেনী সাবেক কমনওয়েল্থের সদস্যদেশগুলোর নেতাদের সম্মেলনে অংশ নেয়ার অর্থ আসলে "মিলিতভাবে কোন পক্ষকে হেনস্তা করা"।
|